CCU-এর বেডের অভাবে ফের কোরোনা রোগীর মৃত্যুর অভিযোগ মেডিকেলে - insufficient CCU bed
যদিও এমন অভিযোগের বিষয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) ইন্দ্রনীল বিশ্বাসের বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি ।
কলকাতা, 3 সেপ্টেম্বর : CCU-এর বেডের অভাবে ফের এক COVID-19 রোগীর মৃত্যুর অভিযোগ উঠল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । অভিযোগ, সেরিব্রাল অ্যাটাক হওয়ার পরেও CCU-এর বেডে স্থানান্তরিত করা হয়নি রোগীকে । অথচ, হাসপাতাল থেকে বলা হয়েছে CCU-এর বেডে রোগীকে রাখা হয়েছে। অভিযোগ উঠছে, তিন দিন পরে রোগীর মৃত্যুর কথা জানানো হয়েছে পরিবারকে । এমন অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি ।
জানা গিয়েছে, গত এক মাস ধরে কুঁদঘাট অঞ্চলের বাসিন্দা বছর 55-র এক ব্যক্তির চিকিৎসা চলছিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । এই ব্যক্তি COVID-19-এ আক্রান্ত ছিলেন । এই রোগীর পরিবারের তরফে বৃহস্পতিবার অভিযোগ তোলা হয়েছে, এ দিন এই রোগীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল থেকে পরিবারকে জানানো হয়েছে । তবে, এই রোগীর মৃত্যু তিন দিন আগে, গত সোমবার হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে । পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে, গত সোমবার এই রোগীর সেরিব্রাল অ্যাটাক হয় । এর পরে রোগীকে CCU-এর বেডে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল থেকে পরিবারকে জানান হয়েছিল । তবে এরপরে, হেল্পলাইন নম্বরে ফোন করে পরিবার জানতে পারে, CCU-এর বেডে ওই রোগীকে স্থানান্তরিত করা হয়নি । পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে, সেলিব্রাল অ্যাটাক হওয়ার পরেও CCU-এর বেড না পাওয়ার কারণে এই রোগীর মৃত্যু হয়েছে ।
এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করবে পরিবার । যদিও এমন অভিযোগের বিষয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) ইন্দ্রনীল বিশ্বাসের বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি ।