পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হল। গতকাল পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

swine flu

By

Published : Feb 23, 2019, 1:43 AM IST

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হল। মৃতের নাম ঋষাণী গিরি। বয়স ১০ মাস। গতকাল পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

দক্ষিণ কলকাতার বেলতলা রোড এলাকার ঋষাণীদের বাড়ি। বেশ কিছুদিন ধরেই জ্বর, সর্দি-কাশিতে ভুগছিল সে। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল। কিন্তু ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতালেই তার সোয়াইন ফ্লু ধরা পড়ে। শিশুটির পরিজনরা জানিয়েছেন, স্থানীয় ওই বেসরকারি হাসপাতাল থেকে শিশুটিকে অন্য কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়। এরপর ১৬ ফেব্রুয়ারি পার্ক সার্কাসের ওই বেসরকারি হাসপাতালে শিশুটিকে ভরতি করা হয়।

এই বেসরকারি হাসপাতালে ভরতি করানোর পর থেকে শিশুটিকে ভেন্টিলেশনে রাখা হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত গতকাল দুপুরে তার মৃত্যু হয়। এই ঘটনায় রোগীর পরিজনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। স্থানীয় থানায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁরা গাফিলতির অভিযোগ দায়ের করেছেন। বেসরকারি ওই হাসপাতাল থেকে ইশু করা ডেথ সার্টিফিকেটে সোয়াইন ফ্লুর উল্লেখ রয়েছে। ফুসফুস সংক্রান্ত সমস্যায় আক্রান্ত ছিল বলেও জানানো হয়েছে।

এর আগে বুধবার সোয়াইন ফ্লু আক্রান্ত এক মহিলার মৃত্যু হয়েছিল বেলেঘাটা ID হাসপাতালে।

ABOUT THE AUTHOR

...view details