পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনাকে হার মানিয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন ক্যানসার আক্রান্ত প্রৌঢ়

শিলচরের এক পৌঢ় পরপর 2 বার আক্রান্ত হয়েছেন ক্যানসার । এরসঙ্গে তাঁর রয়েছে হাই ব্লাড সুগারের সমস্যা । কিন্তু এমন ঝুঁকিপূর্ণ অবস্থা সত্ত্বেও COVID-19-এর সংক্রমণকে হার মানিয়ে 68 বছরের ওই প্রৌঢ় ছুটি পেলেন হাসপাতাল থেকে ।

ছবি
ছবি

By

Published : May 9, 2020, 8:15 AM IST

কলকাতা, 9 মে : হাই ব্লাড সুগারের সমস্যা রয়েছে । এর আগে বাইপাস সার্জারি এবং ক্যানসারের চিকিৎসাও হয়েছে । এমন ঝুঁকিপূর্ণ অবস্থা সত্ত্বেও COVID-19-এর সংক্রমণকে হার মানিয়ে 68 বছরের এক প্রৌঢ় ছুটি পেলেন হাসপাতাল থেকে । ঘটনাটি কলকাতার একটি বেসরকারি হাসপাতালের।


ওই প্রৌঢ় ক্যানসারে আক্রান্ত । শুধুমাত্র তাই নয় , বাইপাস সার্জারিও হয়েছিল তাঁর । অন্যদিকে, হাই ব্লাড সুগারের সমস্যায় ভুগছেন। এরই মধ্যে জানা যায় তিনি কোরোনায় আক্রান্ত । কিন্তু বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে খবর, প্রৌঢ়ের অদম্য ইচ্ছাশক্তি এবং চিকিৎসকদের চেষ্টার ফলে অনেক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত COVID-19-কে হার মানাতে পেরেছেন তিনি ।

EM বাইপাসে অবস্থিত বেসরকারি ওই হাসপাতাল সূত্রে জানা গেছে, 68 বছরের এই প্রৌঢ় শিলচরের বাসিন্দা । 20 এপ্রিল হাসপাতালের আউটডোরে তিনি এসেছিলেন মুখের টিউমারের চিকিৎসার জন্য। তখন জানা যায় টিউমার ক্যানসারে পরিণত হয়েছে । চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন, রোগীর সামান্য জ্বর রয়েছে । এরপরেই তাঁকে হাসপাতালের COVID-19-এর অবজা়রভেশন ওয়ার্ডে ভরতি করা হয় । COVID-19 আক্রান্ত সন্দেহের রোগীদের এই ওয়ার্ডে ভরতি রাখা হয় । প্রৌঢ়র সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । পরের দিন অর্থাৎ 21 এপ্রিল নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি COVID-19-এ আক্রান্ত । এরপরই ওই হাসপাতালের COVID-19-এর আইসোলেশন ওয়ার্ডে তাঁকে স্থানান্তরিত করা হয় । 2 সপ্তাহ পর 4 মে প্রৌঢ়র সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । তখন তাঁর রিপোর্ট নেগেটিভ আসে । এরপর 2 বার COVID-19 এর নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়। 6 মে বেসরকারি এই হাসপাতাল থেকে প্রৌঢ়কে ছুটি দেওয়া হয় । তবে, প্রোটোকল অনুযায়ী তাঁকে 14 দিনের জন্য কোয়ারানটিনে থাকতে বলেছেন চিকিৎসকরা । তারপরে প্রৌঢ়ের ক্যানসারের চিকিৎসা করা হবে বলে জানা গেছে ।

ABOUT THE AUTHOR

...view details