পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bus Conductor Killed ফের শহরে খুন, এক বাস কন্ডাক্টরের হাতে প্রাণ গেল অন্য কন্ডাক্টরের

পুরনো বিবাদকে কেন্দ্র করে দুই বাস কন্ডাক্টরের মধ্যে ঝামেলা ৷ তা থেকে অশান্তি পৌঁছয় হাতাহাতিতে ৷ সেখান থেকেই একজন আরেকজনকে প্রাণে মেরে ফেলে (One Bus Conductor Killed Another One) ৷ ঘটনাটি ঘটেছে কসবা থানার অন্তর্গত গীতাঞ্জলি স্টেডিয়ামের 1 নম্বর গেটের কাছে (Bus Conductor Killed in Kasba)।

ETV Bharat
Bus Conductor Killed

By

Published : Aug 27, 2022, 10:23 PM IST

কলকাতা, 28 অগস্ট:আবারও শহরে প্রাণ গেল একজনের ৷ এবার একজন কন্ডাক্টর অন্য আরেকজনকে খুন করে ৷ অভিযোগ, একজন অন্য কন্ডাক্টরকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় (One Bus Conductor Killed Another One)0। ঘটনাস্থলে মৃত্যু হয় বাস কন্ডাক্টরের। মৃতের নাম উজ্জ্বল হালদার।

ঘটনার খবর পুলিশের কানে পৌঁছলে উপস্থিত হয় কসবা থানার পুলিশ (Kasba Police)৷ আর তারপরই অভিযুক্ত অর্থাৎ অপর কন্ডাক্টরকে (Accused Bus Conductor) গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ধৃতের নাম শেখ রিয়াজউদ্দিন। পুলিশের অনুমান উজ্জ্বল এবং রিয়াজউদ্দিনের মধ্যে আগে থেকেই বিবাদ ছিল এবং দু'জনেই 3C/1 রুটের দু'টি আলাদা বাসের কন্ডাক্টর।

কসবা থানা সূত্রের খবর, রিয়াজউদ্দিন, উজ্জ্বল হালদারকে কসবায় ডেকে আনে এবং সেখানেই শুরু হয় তাদের বিবাদ। এরপর ধারালো অস্ত্র বার করে উজ্জ্বল হালদারকে কোপাতে থাকে রিয়াজ। এলাকার বাসিন্দারাই ধরে ফেলে রিয়াজকে ৷ তাঁরাই খবর দেন কসবা থানায়। পুলিশ এসে অভিযুক্ত রিয়াজকে গ্রেফতার করে। পাশাপাশি রক্তাক্ত অবস্থায় উজ্জ্বল হালদারকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় খুনের মামলা রুজু করেছে কসবা থানার পুলিশ।

আরও পড়ুন:প্রেমের পর্দাফাঁস, স্বামীর সঙ্গে হাত মিলিয়ে প্রেমিককে খুন স্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details