পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোনা পাচারের চেষ্টা, কলকাতা থেকে ধৃত বাংলাদেশি - সোনা স্মাগলিং

আজ গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) গোয়েন্দারা । সেইমতো গোয়েন্দারা ফাঁদ পাতেন বড়বাজার এলাকায় । দুপুরবেলা রবীন্দ্র সরণির একটি হোটেলের সামনে থেকে সোনার বিস্কিট সহ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে STF ।

গ্রেপ্তার

By

Published : Oct 19, 2019, 10:45 PM IST

কলকাতা, 19 অক্টোবর : ফের সোনা পাচারের চেষ্টা কলকাতায় । প্রথমে বনগাঁ সীমান্ত পার হয়ে লোকাল ট্রেনে শিয়ালদা । তারপর সেখান থেকে সোজা বড়বাজার । সেখানেই নির্দিষ্ট ব্যক্তির কাছে সোনা তুলে দেওয়ার কথা ছিল । কিন্তু তার আগেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হল বাংলাদেশি । তার কাছ থেকে পাঁচটি সোনার বিস্কিট উদ্ধার করেছে পুলিশ ।

STF সূত্রে খবর, বাংলাদেশের লক্ষ্মীপুরের বাসিন্দা মিজানুর রহমান । আজ গোপন সূত্রে খবর পান কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । সূত্র মারফত জানা যায় বাংলাদেশ থেকে সোনা ঢুকছে কলকাতায় । সেইমতো গোয়েন্দারা ফাঁদ পেতে ছিল বড়বাজার এলাকায় । দুপুরবেলা রবীন্দ্র সরণির একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে STF । বড়বাজারে কাকে সোনা দিতে যাচ্ছিল তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

ধৃতের থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কিট

পুলিশ সূত্রে খবর, ধনতেরাসের জন্য এখন সোনার চাহিদা তুঙ্গে । সেই কারণেই এখন সোনা পাচারের রমরমা । শেষ কয়েক দিনে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, আবগারি দপ্তর প্রচুর সোনা উদ্ধার করেছে । আর এই সোনা পাচারের বেশিরভাগটাই বড়বাজারের সঙ্গে সম্পর্কিত ।

ABOUT THE AUTHOR

...view details