পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বড়বাজারে ফের উদ্ধার কোটি টাকা, ধৃত 1 - one arrested with 1 crore rupees from kolkata

বড় বাজার এলাকা থেকে উদ্ধার এক কোটি টাকা ।

উদ্ধার কোটি টাকা

By

Published : Sep 10, 2019, 3:05 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : ফের বড় অঙ্কের টাকা উদ্ধার হল শহরে । বড়বাজার এলাকা থেকে উদ্ধার হয়েছে টাকা । এবার টাকার পরিমাণ এক কোটি । এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে । পুলিশের সন্দেহ, ওই টাকা হাওয়ালার । ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে বড়বাজার থানা এলাকার স্ট্র্যান্ড রোডে হানা দেয় পুলিশ । সেখানে আটক করা হয় সঞ্জিৎ সিং নামে এক ব্যক্তিকে । তল্লাশি চালিয়ে তার কাছে উদ্ধার হয় এক কোটি টাকা । ওই টাকার উৎস সম্পর্কে তথ্য দিতে পারেনি সঞ্জিত । ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে । পুলিশের সন্দেহ, এই টাকা হাওয়ালার । ধৃতের বাড়ি বিহারের দানাপুরে ।

একের পর এক ধরপাকড় । মূলত বড় বাজার, জোড়াসাঁকো, জোড়াবাগান এলাকায় । কখনও আবার সেন্ট্রাল কলকাতার দুই-একটি জায়গায় । ধরপাকড়ে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে । উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা । কিন্তু তারপরও হাওয়ালার কারবার বন্ধ হয়নি শহরে । নোট বাতিলের পর কেন্দ্রীয় সরকারের দাবি ছিল, ধসে গেছে হাওয়ালা কারবার । কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র রিপোর্ট বলছে, সেটা ঠিক নয় । পাকিস্তান থেকে এদেশে নোট বাতিলের পরও হাওয়ালার মাধ্যমে ঢুকেছে বহু টাকা । সেই টাকার একটা বড় অংশ এসেছে কলকাতাতেও । এই কারবার শহরে চলছে রমরমিয়ে । গোয়েন্দাদের সন্দেহ, হাওয়ালার মাধ্যমে অর্থ জোগানো হচ্ছে জঙ্গিদের । আর তাই হাওয়ালা কারবারের উপর রাখা হচ্ছে কড়া নজর ।

ABOUT THE AUTHOR

...view details