পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যক্তির থেকে উদ্ধার 882 বোতল উইনক্রিক্স, গ্রেপ্তার - মাদক পাচারের অভিযোগ গ্রেপ্তার 1

গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে নিউ মার্কেট থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মহম্মদ আলাউদ্দিনকে । তার কাছ থেকে 882 বোতল উইনক্রিক্স পায় পুলিশ । ফেনসিডিলের থেকে বেশি ক্ষতিকারক উইনক্রিক্স নামক এই মাদকটি ।

Drug paddling
উইনক্রিক্স

By

Published : Nov 29, 2019, 2:43 AM IST

কলকাতা, 29 নভেম্বর : উইনক্রিক্স নামক এক ধরনের মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ । নাম মহম্মদ আলাউদ্দিন ওরফে রাজা । তার কাছ থেকে 882 বোতল উইনক্রিক্স উদ্ধার হয়েছে । উইনক্রিক্স নামক এই সিরাপটি মাদক হিসেবে ব্য়বহৃত হয় । ফেনসিডিলের থেকে উইনক্রিক্স বেশি ক্ষতিকারক বলে পুলিশ সূত্রে খবর ।

গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে নিউ মার্কেট থানা এলাকায় অভিযান চালায় পুলিশ । সেখানে 46, মতিশীল স্ট্রিট এলাকা থেকে আটক করা হয় মহম্মদ আলাউদ্দিনকে । তার বাড়ি হাওড়ার শিবপুর এলাকায় । আটক করার পর তার কাছ থেকে বেশকিছু বাক্স পায় পুলিশ । ওই বাক্সগুলি থেকেই উইনক্রিক্স উদ্ধার করে পুলিশ । তারপর আলাউদ্দিনের থেকে ওই সিরাপগুলির নথিপত্র দেখতে চায় পুলিশ । কিন্তু আলাউদ্দিন তা দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয় । কোথা থেকে আলাউদ্দিন ওই সিরাপগুলি পেল এবং ওগুলো কোথায় পাচার করার চেষ্টা চলছিল তা জানার জন্য আলাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

প্রসঙ্গত, এই উইনক্রিক্স আফিম সমৃদ্ধ একটি সিরাপ । যার মূল যৌগ কোডেইন ফসফেট । যা নারকোটিক ড্রাগ হিসেবেই পরিচিত । মাদকাসক্তদের কাছে ক্রমশ জনপ্রিয় হচ্ছে উইনক্রিক্স । ফেনিসিডিলের থেকে উইনক্রিক্সে বেশি নেশা হয় বলে দাবি পুলিশের ।

ABOUT THE AUTHOR

...view details