পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেশনের চাল-আটা মজুতের অভিযোগ, চিৎপুরে গ্রেপ্তার 1 - illegal stock of Ration Chitpur

রেশন সামগ্রী মজুত করার অভিযোগে চিৎপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ পুলিশের সন্দেহ , এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে ।

Kolkata
রেশনের চাল-আটা মজুতের অভিযোগ

By

Published : Apr 6, 2020, 7:32 PM IST

কলকাতা , 6 এপ্রিল : কাশিপুরের পর এবার চিৎপুর । আবারও রেশন সামগ্রী মজুতের অভিযোগ । এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার করা হয়েছে প্রচুর চাল ও আটা ।


লকডাউনের জেরে কর্মহীন মানুষদের মুখে খাবার তুলে দেওয়া এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ । আর তাই মুখ্যমন্ত্রী আগামী ছয় মাস রাজ্যের 7 কোটি 86 লাখ মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন । এর পাশাপাশি কম দামে চাল , গম কিনতে পারবে এই 1 কোটি 20 লাখ মানুষ । একইসঙ্গে কার্ডহীন 3 লাখ মানুষকে রেশন দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ।

অভিযোগ , মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের গড়গড়ি , বাইশবাগান সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ কচু পাতা খেয়ে দিনযাপন করছেন । আর তাঁদের এই কষ্টের সময় একশ্রেণির মানুষ বেআইনিভাবে রেশন সামগ্রী মজুত করছে। তেমনই এক চক্রের খোঁজ পাওয়া গেল চিৎপুরে । 14/1 এস বীরপাড়া লেনের একটি গোডাউনে মজুত করা হয়েছিল রেশনের চাল এবং আটা । আজ কলকাতা পুলিশ সেখানে হানা দেয় । সেখান থেকে রেশনের আট বস্তা চাল এবং দুই বস্তা আটা উদ্ধার করা হয় । গ্রেপ্তার করা হয় সুদীপ সাউ ওরফে টিংকু নামে একজনকে । টিংকু রেশন সরবরাহের সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছে পুলিশ । অভিযোগ , সে বেআইনিভাবে রেশনের জিনিসপত্র কেনাবেচা করে ।

পুলিশের সন্দেহ, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ওই চাল এবং আটা কোথা থেকে পেল তা জানার চেষ্টা করছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details