পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Adulterated drugs: কলকাতায় উদ্ধার কোটি টাকার জাল ওষুধ, গ্রেফতার এক - জীবন দায়ী ওষুধ মজুত

ওষুধ জালিয়াতির কারবারে এক অভিযুক্তকে গ্রেফতার করল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোলার অর্গানাইজেশনের আধিকারিকরা ৷ কলকাতার কলুটোলা স্ট্রিটের একটি বাড়িতে এই ওষুধ জালের খবর পান তদন্তকারী আধিকারিকরা ৷

ETV Bharat
জাল ওষুধ

By

Published : Jul 11, 2023, 3:29 PM IST

কলকাতা, 11 জুলাই: খাস কলকাতায় কোটি কোটি টাকার নকল ওষুধ উদ্ধার ৷ তদন্তকারীদের ভুল পথে পরিচালনা করার অভিযোগ উঠেছে ব্যবসায়ীর বিরুদ্ধে ৷ সে দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে ভিতরেই গা-ঢাকা দিয়ে ছিল বলে জানা গিয়েছে ৷ তবে তদন্তকারীদের এই বিষয়ে খটকা লাগায় তারা তালা ভেঙে দরজা খুলে ভিতরে ঢুকে ওই ব্যবসায়ীর খোঁজ পান ৷ তাকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত ওই ব্যবসায় নাম অসীম সাধু ৷

রবিবার ও সোমবার মধ্য কলকাতার কলুতলা স্ট্রিটের একটি বাড়িতে গোপন অভিযান চালায় সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোলার অর্গানাইজেশনের আধিকারিকরা ৷ সঙ্গে ছিল কলকাতা পুলিশ ৷ জানা গিয়েছে, কলুতলা স্ট্রিটের সংশ্লিষ্ট বাড়িতে একতলা এবং দোতলায় বস্তা বস্তা জীবনদায়ী ওষুধ মজুত করা ছিল। এই ওষুধগুলি হৃদপিণ্ড, কিডনি-সহ গুরুত্বপূর্ণ চিকিৎসায় প্রয়োজনীয় ৷ তদন্তকারীদের অভিযোগ, এই ওষুধগুলি নকল ৷ কলুতলা স্ট্রিট থেকেই এই ওষুধগুলি হুবহু আসল ওষুধের মতো প্যাকেটজাত হয়ে পৌঁছে যেত রাজ্যের বিভিন্ন বাজারে ৷ গোপন সূত্রে খবর পেয়ে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোলার অর্গানাইজেশনের গোয়েন্দারা এই অভিযান চালান ৷

আরও পড়ুন: লিভার সমস্যায় নতুন ওষুধ, ট্রায়াল চলছে এসএসকেএম-এ

তদন্তকারীরা গোপনে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে প্রথমে কলুতলা স্ট্রিটের ওই বাড়িতে পৌঁছে যান ৷ এরপরই নিজেদের ক্রেতা বলে প্রথমে সেখানে থাকা অসাধু ব্যবসায়ীদের বিশ্বাস অর্জন করে তারা ওই ওষুধের ডাম্পিং জোনে পৌঁছে যান ৷ সেখানেই অসীম সাধু নামে ওই অসাধু ব্যবসায়ীর দেখা পান তদন্তকারীরা ৷ তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা ৷

এরপর তদন্তকারীদের নীচের ঘরে যেতে বলে অসীম সাধু নামে ওই অসাধু ব্যবসায়ী উপরের ঘরের সদর দরজা বাইরে থেকে বন্ধ করে কোনওরকমে সেখানে একটি তালা ঝুলিয়ে ঘরের জানলা ভেঙে চুপিসারে ভিতরে ঢুকে আত্মগোপন করে থাকে ৷ এরপর তদন্তকারীরা অসীম সাধুর খোঁজে ফের উপরের ঘরে গেলে সেখানে ঘরের বাইরে দরজায় তালা ঝুলতে দেখেন ।

আরও পড়ুন: আগামী পাঁচ বছর গ্রামবাংলা শাসন করবে কারা, রাত পোহালেই মিলবে উত্তর

তদন্তকারীরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন ঘরটি সিল করে দেবেন ৷ সেই সময়ে তাঁদের চোখে পড়ে, ঘরের একটি জানলা রহস্যজনকভাবে ভাঙা রয়েছে ৷ এরপরই তাঁদের সন্দেহ হওয়াতে দরজার তালা ভেঙে ভিতরে ঢোকেন এবং সেখানেই দেখতে পান খাটের তলায় আত্মগোপন করে রয়েছে ব্যবসায়ী অসীম সাধু ৷ তাকে গ্রেফতার করে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোলার অর্গানাইজেশন ৷ তবে এই ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ অসীমা সাধুর নকল ওষুধের কারবারের নেপথ্যে কোনও বড় চক্র আছে কি না, তার খোঁজ করছেন তদন্তকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details