পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Student Credit Card : বিতরণের প্রথম দিনে স্টুডেন্টস ক্রেডিট কার্ড পেল 173 পড়ুয়া - students credit cards

ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্টস ক্রেডিট কার্ডের কথা ঘোষণা করেন ৷ সেই মতো কার্ড দেওয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে ৷ প্রথম দিনেই 173 জন ছাত্র-ছাত্রী পেলেন সেই কার্ড ৷

স্টুডেন্টস ক্রেডিট কার্ড
স্টুডেন্টস ক্রেডিট কার্ড

By

Published : Aug 18, 2021, 7:42 AM IST

কলকাতা, 18 অগস্ট : মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হল স্টুডেন্টস ক্রেডিট কার্ড বিতরণের কাজ । শুরুর দিনেই সেই কার্ড হাতে পেলেন রাজ্যের 173 জন পড়ুয়া ৷ প্রথম দফায় বিভিন্ন জেলার মোট 173 জন পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয় এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড । প্রতিটি জেলার সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফে এই কার্ড বিতরণ করা হয় পড়ুয়াদের মধ্যে ।

প্রথম দিনে যতগুলি কার্ড দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে 35 জন ও দক্ষিণের জেলাগুলি থেকে 137 জন ৷ এর মধ্যে মালদায় 11 জন, হুগলি জেলায় 37 জন ছাত্র-ছাত্রী এই কার্ড পেয়েছেন ।

এই কার্ডের মাধ্যমে কো-অপারেটিভ বা সমবায় ব্যাঙ্কগুলি থেকে চার শতাংশ সুদে 10 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে পড়ুয়াদের । ঋণের ক্ষেত্রে গ্যারান্টার হিসেবে থাকবে রাজ্য সরকার । ঋণের টাকা 15 বছরে শোধ করতে হবে । নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত গোটা রাজ্যে প্রায় 75 হাজার ছাত্র-ছাত্রী এই কার্ডের জন্য আবেদন করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details