পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেয়র পারিষদের সঙ্গে কথা বলতে বলতেই মৃত্যু বৃদ্ধার - মৃত্যু বৃদ্ধার

বয়স হয়ে গেলেও দেখে না কেউ । মেয়র পারিষদ দেবাশিস কুমারের কাছে এই অভিযোগ জানাতে জানাতেই মৃত্যু হল এক বৃদ্ধার ।

old women died
মৃত্যু বৃদ্ধার

By

Published : Dec 4, 2019, 1:27 AM IST

Updated : Dec 4, 2019, 5:33 AM IST

কলকাতা, 4 ডিসেম্বর : বাড়ি হাতাতে অত্যাচার করে মেয়েরা । বয়স হয়ে গেলেও দেখে না কেউ । মেয়র পারিষদ দেবাশিস কুমারের কাছে এই অভিযোগ জানাতে জানাতেই মৃত্যু হল এক বৃদ্ধার । নাম সরস্বতী দাস । তিনি কলকাতা পৌরনিগমের 85 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন ।

স্বামী মারা গেছে 14 বছর আগে । লোকের বাড়ি কাজ করে কোনওরকমেব বড় করেছেন মেয়েদের । বয়সের ভারে কিছুদিন হল কাজ করতে পারেন না আর । জমানো কিছু টাকা দিয়েই পেট আর ওষুধ চলে কোনওমতে । সম্বল বলতে বাড়িটুকুই । কিন্তু তাতে নজর পড়ে মেয়েদের । বাড়ি হাতাতে শুরু হয় অত্যাচার । ব্যাঙ্কে রাখা 20 হাজার টাকারও দাবি করে বসে তারা । আজ তাঁর দিদিকে বলো কর্মসূচিতে বৃদ্ধার বাড়িতে এলে 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ দেবাশিস কুমারকে এই বিষয়ে অভিযোগ জানান তিনি । কথা বলতে বলতে "দেখুন এই আপনার সঙ্গে কথা বলছি..." বলেই খাটে পড়ে যান । পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।

মৃত্যুর আগে মেয়র পারিষদ বৃদ্ধার কথা অনুযায়ী আশ্বাস দেন, "যে মেয়ে আপনাকে দেখবে তাকেই বাড়ি দেবেন, আপনাকে ভয় পেতে হবে না । কিছু হলে আমাকে জানাবেন ।"

দেখুন কথা বলতে বলতে কীভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধা
Last Updated : Dec 4, 2019, 5:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details