কলকাতা, 1 অগস্ট: পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি এবং বিভিন্ন ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কাগজপত্রের সই-এর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের এখনকার সই মিলিয়ে দেখার কাজে নামল ইডির গোয়েন্দারা । শুধু যে সই-এ অমিল তেমনটা নয় বরং ইডি-র গোয়েন্দাদের দাবি, পার্থর জমি-বাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটেও ব্যবহার করা হয়েছে তাঁর অনেক পুরনো ছবি । কিন্তু কেন তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে (Old Photo Used in Partha Chatterjee Land House Registration Certificate) ।
শহর এবং শহরতলির বিভিন্ন জায়গা থেকে পার্থ এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একাধিক জমি, বাগানবাড়ি উদ্ধারের ঘটনায় এবার ইডি-র হাতে এসেছে একাধিক নথিপত্র । সেই নথিপত্র থেকে রেজিস্ট্রি সার্টিফিকেটে পার্থর কলেজ জীবনের খুব পুরনো বেশ কিছু ছবি ব্যবহার করা হয়েছে । গোয়েন্দাদের অনুমান, নিজের পরিচয় আড়াল করতেই ইচ্ছাকৃতভাবে পার্থ বিভিন্ন জমি-বাড়ির রেজিস্ট্রি অ্যাপ্লিকেশনে নিজের পুরনো ছবি ব্যবহার করেছিলেন ।