পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Partha Chatterjee: জমি-বাড়ির রেজিস্ট্রেশনে ব্যবহার হয়েছে পুরনো ছবি, 'অজানা' পার্থর খোঁজে ইডি - পার্থ চট্টোপাধ্যায়

পার্থর বাড়ি থেকে উদ্ধার হওয়া একাধিক নথিপত্র এবং এসএসসির বিভিন্ন নথিপত্রতে তাঁর সইয়ের সঙ্গে এখনকার সইয়ে কোনও মিল পাচ্ছেন না তদন্তকারীরা । নেপথ্যে কোন রহস্য তারই উত্তর খুঁজছে ইডি (Old Photo Used in Partha Chatterjee Land House Registration Certificate) ৷

Partha Chatterjee News
জমি-বাড়ির রেজিস্ট্রেশনে ব্যবহার হয়েছে পুরনো ছবি, 'অজানা' পার্থর খোঁজে ইডি

By

Published : Aug 1, 2022, 12:26 PM IST

কলকাতা, 1 অগস্ট: পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি এবং বিভিন্ন ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কাগজপত্রের সই-এর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের এখনকার সই মিলিয়ে দেখার কাজে নামল ইডির গোয়েন্দারা । শুধু যে সই-এ অমিল তেমনটা নয় বরং ইডি-র গোয়েন্দাদের দাবি, পার্থর জমি-বাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটেও ব্যবহার করা হয়েছে তাঁর অনেক পুরনো ছবি । কিন্তু কেন তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে (Old Photo Used in Partha Chatterjee Land House Registration Certificate) ।

শহর এবং শহরতলির বিভিন্ন জায়গা থেকে পার্থ এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একাধিক জমি, বাগানবাড়ি উদ্ধারের ঘটনায় এবার ইডি-র হাতে এসেছে একাধিক নথিপত্র । সেই নথিপত্র থেকে রেজিস্ট্রি সার্টিফিকেটে পার্থর কলেজ জীবনের খুব পুরনো বেশ কিছু ছবি ব্যবহার করা হয়েছে । গোয়েন্দাদের অনুমান, নিজের পরিচয় আড়াল করতেই ইচ্ছাকৃতভাবে পার্থ বিভিন্ন জমি-বাড়ির রেজিস্ট্রি অ্যাপ্লিকেশনে নিজের পুরনো ছবি ব্যবহার করেছিলেন ।

আরও পড়ুন:'পার্থ নাম বলুক দোষীদের, নয়তো ওনার ফাঁসি হবে', মন্তব্য দিলীপের

এছাড়াও পার্থর বাড়ি থেকে উদ্ধার হওয়া একাধিক নথিপত্র এবং এসএসসির বিভিন্ন নথিপত্রতে তাঁর সইয়ের সঙ্গে এখনকার সইয়ে কোনও মিল পাচ্ছেন না তদন্তকারীরা ।

ABOUT THE AUTHOR

...view details