পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাড়ি সরাতে দেরি, যুবকের মারে মৃত্যু বৃদ্ধের - old man died after beaten

বকুলবাগান রোড ও রমেশ মিত্র রোডের সংযোগস্থলে নিজের গাড়ি থেকে নেমে কিছু কাজে ব্যস্ত ছিলেন সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর রমেশ ব্যাহল ৷ সে সময় একটি গাড়ি এসে সমানে হর্ন দিতে থাকে ৷ হর্ন দিতে বারণ করায় ক্ষুব্ধ যুবক গাড়ি থেকে নেমেই ধাক্কা মারতে থাকে বছর আটষট্টির রমেশবাবুকে ৷ সঙ্গে চলে মারধর ৷ যুবকের আচমকা আক্রমণে রাস্তায় পড়ে যান তিনি ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে ৷

ছবিটি প্রতীকী

By

Published : Oct 17, 2019, 10:21 PM IST

কলকাতা, 17 অক্টোবর : দুপুর একটা ৷ বকুলবাগান রোড ও রমেশ মিত্র রোডের সংযোগস্থল ৷ নিজের গাড়ি থেকে নেমে কিছু কাজে ব্যস্ত ছিলেন সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর রমেশ ব্যাহল ৷ সে সময় একটি গাড়ি এসে সমানে হর্ন দিতে থাকে ৷ প্রতিবাদ জানান রমেশ ৷

এই প্রতিবাদই যে তাঁকে মৃত্যুর পথে ঠেলে দেবে জানতেন না রমেশবাবু ৷ হর্ন দিতে বারণ করায় ক্ষুব্ধ যুবক গাড়ি থেকে নেমেই ধাক্কা মারতে থাকে বছর আটষট্টির রমেশবাবুকে ৷ সঙ্গে চলে মারধর ৷ যুবকের আচমকা আক্রমণে রাস্তায় পড়ে যান তিনি ৷ ভরদুপুরে রাস্তার মাঝে এরকম ঘটনা দেখে ছুটে আসেন আশপাশের মানুষ ৷ মানুষের ভিড় বাড়তে শুরু করলে নিজের গাড়ি নিয়ে পালিয়ে যায় ওই যুবক ৷ স্থানীয়রা আহত অবস্থায় রমেশবাবুকে SSKM হাসপাতালে ভরতি করেন ৷ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

রমেশবাবুর গাড়ির চালক ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ এই অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ ৷ রমেশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনাস্থানের CCTV ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বর চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details