কলকাতা, 11 অক্টোবর:ফের শহরে বৃদ্ধাকে কুপিয়ে খুন । হাসপাতালে ভর্তি ছেলে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বড়তলা থানায় এলাকার ঘটনা। মৃতের নাম মীনাক্ষী ভট্টাচার্য (55)। ঘটনাস্থলে উপস্থিত কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ও হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। আনা হয়েছে স্নিফার ডগ। ডাকাতির উদ্দেশ্যে খুন বলে প্রথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের । ইতিমধ্যেই স্থানীয় বড়তলা থানায় একটি খুনের মামলা রুজু করেছে কলকাতা পুলিশ ।
লালবাজার সূত্রের খবর, এদিন সন্ধেবেলায় ওই বদ্ধার বাড়িতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী ৷ ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে । বৃদ্ধার চিৎকার শুনে পাশের ঘর থেকে তাঁর ছেলে উপস্থিত হয় ৷ মাকে বাঁচানোর চেষ্টা করে ৷ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও আঘাত করে দুষ্কৃতীরা ৷ গুরুতর আহত অবস্থায় দু‘জনকে রেখে চলে যায় দুষ্কৃতীরা ৷ এদিকে হামলার খবর পয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় বাসিন্দারা ৷ তারাই উত্তর কলকাতার বড়তলা থানায় খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷