কলকাতা, ৩১ জুলাই : মাথা গোঁজার ঠাঁই বলতে ছিল চিলেকোটা । সেটুকুও এক প্রতিবেশী লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল বলে অভিযোগ । সেই সূত্রে তৈরি হয়েছিল মানসিক চাপ । যার জেরে আত্মহত্যা চেষ্টা করলেন এক বৃদ্ধ দম্পতি । তাঁদের উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই আপাতত তাঁরা চিকিৎসাধীন ।
বেহালা পর্ণশ্রীর উপেন্দ্র ব্যানার্জি রোডের চারতলা বাড়ি P-251/2 । একটা সময় পুরো বাড়ির মালিক ছিলেন রাজেশ্বর মজুমদার । সেখানেই থাকেন স্ত্রী শ্যামলীর সঙ্গে । নিঃসন্তান এই দম্পতি অভাবের কারণে বাড়ির নিচের তিনটি তলাই বিক্রি করে দেন । তারপর তাঁদের ঠাঁই হয় বাড়িটির চিলেকোঠায় । সম্প্রতি তাঁদের আর্থিক অনটন বাড়ছিল । তা নিয়ে তৈরি হয়েছিল মানসিক অবসাদ । অভিযোগ, এরই মাঝে এক প্রতিবেশী তাঁদের চিলেকোঠার ঘরটুকুও লিখে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে ।