পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সম্পত্তি লিখে দিতে চাপ প্রতিবেশীর ? আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ দম্পতির - বৃদ্ধ দম্পতি

বাড়ির প্রায় সবটাই অভাবে বিক্রি করে দিয়েছেন । চিলেকোঠায় কোনওমতে থাকেন । অভিযোগ, সেটা লিখিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে এক প্রতিবেশী । মানসিক চাপের জেরে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ দম্পতির ।

ছবিটি প্রতীকী

By

Published : Jul 31, 2019, 3:58 AM IST

কলকাতা, ৩১ জুলাই : মাথা গোঁজার ঠাঁই বলতে ছিল চিলেকোটা । সেটুকুও এক প্রতিবেশী লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল বলে অভিযোগ । সেই সূত্রে তৈরি হয়েছিল মানসিক চাপ । যার জেরে আত্মহত্যা চেষ্টা করলেন এক বৃদ্ধ দম্পতি । তাঁদের উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই আপাতত তাঁরা চিকিৎসাধীন ।

বেহালা পর্ণশ্রীর উপেন্দ্র ব্যানার্জি রোডের চারতলা বাড়ি P-251/2 । একটা সময় পুরো বাড়ির মালিক ছিলেন রাজেশ্বর মজুমদার । সেখানেই থাকেন স্ত্রী শ্যামলীর সঙ্গে । নিঃসন্তান এই দম্পতি অভাবের কারণে বাড়ির নিচের তিনটি তলাই বিক্রি করে দেন । তারপর তাঁদের ঠাঁই হয় বাড়িটির চিলেকোঠায় । সম্প্রতি তাঁদের আর্থিক অনটন বাড়ছিল । তা নিয়ে তৈরি হয়েছিল মানসিক অবসাদ । অভিযোগ, এরই মাঝে এক প্রতিবেশী তাঁদের চিলেকোঠার ঘরটুকুও লিখে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে ।

মানসিক অবসাদ আর চাপের কারণে গতকাল ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই দম্পতি । স্থানীয়রা জানতে পেরে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তাঁদের । হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাজেশ্বরবাবুকে বলতে শোনা যায়, তাঁরা যে অংশে থাকেন তা লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন এক প্রতিবেশী । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এক প্রতিবেশী এস পি ভুঁইঞা বলেন, গতকাল সকালে পরিচারিকা এসে দু'জনকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন । ওই পরিচারিকা তাঁকে এসে বিষয়টি জানান । এরপর তিনি পর্ণশ্রী থানায় খবর দিলে পুলিশ এসে দু'জনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে । তবে, ঠিক কী কারণে আত্মহত্যার চেষ্টা, তা জানেন না বলে এস পি ভুঁইঞা মন্তব্য করেন ।

ABOUT THE AUTHOR

...view details