পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Oil India Recruitment: অয়েল ইন্ডিয়ায় চাকরির সুযোগ - Recruitment

অয়েল ইন্ডিয়া লিমিটেড প্রার্থী নিয়োগ করবে ৷ আবেদনকারীর বয়স হতে হবে 18-30 বছরের মধ্যে ৷ বেতন 37,500-1 লক্ষ 45,000 টাকা ৷

Oil India Recruitment
অয়েল ইন্ডিয়ায় চাকরির সুযোগ

By

Published : Nov 16, 2021, 2:39 PM IST

অয়েল ইন্ডিয়া লিমিটেড 146 জন প্রার্থী নিয়োগ করবে ৷ ওয়ার্ক পার্সন (গ্রেড-সেভেন) পদে প্রার্থী নিয়োগ করা হবে ৷ প্রার্থীরা শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন ৷ যে সব বিভাগে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হল সিভিল, কেমিক্যাল, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশনে ৷

প্রার্থীদের নিয়োগ করা হবে অসম ইউনিটের জন্য ৷ প্রার্থীদের নিয়োগ করা হবে কম্পিউটার টেস্টের মাধ্যমে ৷ আবেদনকারীর বয়স হতে হবে 18-30 বছরের মধ্যে ৷ বেতন 37,500-1 লক্ষ 45,000 টাকা ৷ আবেদনকারীকে সরকার স্বীকৃত যে কোনও বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে ৷ ওয়ার্ক পার্সন (গ্রেড-সেভেন)পদে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে ৷

আরও পড়ুন: মাধ্যমিক পাশে রেলে নিয়োগ

জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদনের জন্য 200 টাকা ফি দিতে হবে ৷ তফশিলি জাতি-উপজাতি, আর্থিকভাবে দুর্বল, প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের আবেদন ফি জমা দিতে হবে না ৷ আবেদনের শেষ তারিখ 9 ডিসেম্বর ৷ এই বিষয়ে বিস্তারিত জানতে এবং আবেদন করতে দেখুন www.oil-india.com এই ওয়েবসাইটে ৷

ABOUT THE AUTHOR

...view details