কলকাতা, 28 ফেব্রুয়ারি: হ্যাক হয়েছে তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল ৷ দলের টুইটার হ্যান্ডেলের ছবি ও লোগো বদলে গিয়ে প্রাথমিক ভাবে তেমনটাই মনে হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নিজস্ব টুইটার হ্যাক করে তাতে নাম পরিবর্তন করা হয়েছে ৷ নতুন নাম দেখা যাচ্ছে 'যুগ ল্যাবস' (Yuga labs) ৷ নামের সঙ্গে সঙ্গে ডিসপ্লে ছবিও বদলেছে (The official Twitter handle of All India Trinamool Congress (TMC) appears to be hacked ) ৷
তৃণমূলের কংগ্রেসের টুইটারে দিদির সুরক্ষা কবচ নিয়ে একটি টুইট দেখা যাচ্ছে ৷ তাতে লেখা হয়েছে, "বাংলার প্রতিটি অধিবাসী জন্য দিদির সুরক্ষা কবচ একটা বিশাল প্রচেষ্টা ৷ তাদের বয়স, লিঙ্গ, জাত বা ধর্ম যাই হোক না কেন ৷ তাদের প্রাথমিক প্রয়োজনকে সুরক্ষিত করায় দায়বদ্ধ দিদিরসুরক্ষাকবচ ৷ রাজ্যের সর্বত্র অভ্যন্তরীণ উন্নয়ন এবং কল্যাণমূলক কাজকর্মের প্রসারে দিদির দূতেরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে সচেতনতার বার্তা দিচ্ছেন ৷" তৃণমূল কংগ্রেসের লোগোর জায়গায় কালো রঙের 'ওয়াই' (Y) লেখা ৷ তবে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি না দিলেও মঙ্গলবার রাজনৈতিক দলটি দাবি করেছে যে, তাদের টুইটার হ্যান্ডেলটি 'কম্প্রোমাইজড' অর্থাৎ আপস করা হয়েছে ৷