পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 2, 2021, 11:09 AM IST

ETV Bharat / state

Odisha Police : এক বছরেই ডাক্তার ! ভুয়ো প্রশিক্ষণকেন্দ্রের খোঁজে কলকাতায় ওড়িশা পুলিশ

কলকাতায় মাত্র এক বছরের ডাক্তারি প্রশিক্ষণ নিয়ে ওড়িশায় গিয়ে বেআইনিভাবে গর্ভপাত করানোর অভিযোগে ইতিমধ্যেই এক চিকিৎসককে গ্রেফতার করেছে ওড়িশা পুলিশ ৷ এবার সেই প্রশিক্ষণ কেন্দ্রের খোঁজে কলকাতায় এল ওড়িশা পুলিশ ৷

Odisha Police
Odisha Police

কলকাতা, 2 নভেম্বর : ভুয়ো চিকিৎসককে তো আগেই শ্রীঘরে পাঠানো হয়েছে ৷ সেই সূত্র ধরে এবার ভুয়ো চিকিৎসক তৈরির ইনস্টিউট ধরতে কলকাতায় এল ওড়িশা পুলিশ ৷

বেআইনিভাবে গর্ভপাত করানোর অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করে ওড়িশা পুলিশ ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া নথি দেখে পুলিশ জানতে পারে ওই ভুয়ো চিকিৎসক মাত্র এক বছরের একটি প্রশিক্ষণ নিয়েই চিকিৎসক হিসেবে কাজ করতে শুরু করেন ৷ প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানাটি কলকাতার বউবাজার থানা এলাকার ৷ এরপরই সেই প্রশিক্ষণকেন্দ্রের বিষয়ে তদন্তের জন্য কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওড়িশা পুলিশ ৷

লালবাজার সূত্রে জানা গিয়েছে, তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস পেয়েই ওই প্রশিক্ষণ কেন্দ্রে কথা বলার জন্য কলকাতায় পা রাখেন ওড়িশা পুলিশের একটি দল । কিন্তু কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে সোমবার রাতে বউবাজার থানা এলাকার ওই প্রশিক্ষণ কেন্দ্রে হানা দিয়ে দেখা যায় ওই প্রশিক্ষণ কেন্দ্রটির কোনও অস্তিত্ব নেই ৷ তার বদলে সেখানে গড়ে উঠেছে একটি ফ্ল্যাট । এই ঘটনার পর নিরাশ হয়ে নিজেদের রাজ্যে ফিরে যায় ওড়িশা পুলিশ ।

তবে বউবাজারের একাধিক জায়গায় এই ধরনের ভুয়ো প্রশিক্ষণকেন্দ্রের কারবার রয়েছে বলে পুলিশের অনুমান । সম্প্রতি বউবাজারের একাধিক জায়গায় রাজ্য পুলিশের সিআইডির তরফে অনেক বেআইনি নাসিংহোমে তল্লাশি চালানোর নিদর্শন রয়েছে । এই ঘটনায় কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, এই ঘটনায় কলকাতার কোনও থানায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি । ওড়িশা পুলিশকে শুধুমাত্র তদন্তে সাহায্য করেছে কলকাতা পুলিশ ।

আরও পড়ুন :Maidan Market : ছুটবে মেট্রো, ময়দান মার্কেট উঠে যাওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা

ABOUT THE AUTHOR

...view details