কলকাতা, 28 অক্টোবর : নার্সদের উপর দুষ্কৃতীদের বার বার আক্রমণ এবং প্রশাসনিক সন্ত্রাসের অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল নার্সদের সংগঠন- নার্সেস ইউনিটি । চিঠিতে দোষীদের শাস্তি এবং কর্মক্ষেত্রে নার্সদের যথাযথ সুরক্ষার দাবি জানানো হয়েছে । নার্সিংয়ের শিক্ষা ও পেশার মর্যাদা এখন ভূলুণ্ঠিত, একথা জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুরোধ জানানো হয়েছে এই চিঠিতে । গতকাল নার্সেস ইউনিটি চিঠির মাধ্যমে জানিয়েছে, অত্যন্ত আশঙ্কা এবং উদ্বেগের সঙ্গে কয়েকটি বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদক্ষেপের প্রত্যাশায় রয়েছি ।
নিয়োগ সংক্রান্ত কারণে সদ্য GNM প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা 19 অক্টোবর স্বাস্থ্যভবনে সমবেত হয়েছিলেন ৷ 14 অক্টোবরে প্রকাশিত নিয়োগ সংক্রান্ত নির্দেশে চূড়ান্ত দুর্নীতি হয়েছে বলে তাদের অভিযোগ ৷ তাঁরা জানান, "সমবেত হওয়া ওই নার্সদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের কেউ দেখা করে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতে পারতেন । কিন্তু, সেটা না করে, পুলিশ দিয়ে তাণ্ডব চালিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ওই নার্সদের গ্রেপ্তার করানোর ব্যবস্থা করা হল । শাস্তির অজুহাতে থানার লকআপে নার্সদের রাত প্রায় ন'টা পর্যন্ত আটকে রেখে ছেড়ে দেওয়া হল । কোরোনা পরিস্থিতির মধ্যেও বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সেদিন স্বাস্থ্যভবনে এসেছিলেন অনেক নার্স । তাঁরা কীভাবে নিরাপদে ফিরতে পারবেন, তা একবারও ভেবে দেখা হল না ।"
পুলিশের ভূমিকা নিয়ে তাঁদের বক্তব্য, মহিলাদের সুরক্ষা দেওয়ার বিষয়টি পুলিশের দায়িত্ব, এটা না করে গভীর সংকটের মধ্যেই তাঁদের সেদিন ফেলে দেওয়া হল । পুলিশের এই ধরনের আচরণকে আমলাতান্ত্রিক, প্রতিহিংসামূলক এবং, অমানবিক ৷ নার্সদের সংগঠন 19 অক্টোবরের ঘটনার কথাই বলেননি ৷ 2019 সালের 26 অগাস্টে ঘটে যাওয়া ওই একই ধরনের "ন্যাক্কারজনক" ঘটনার কথাও চিঠিতে উল্লেখ করেছেন ৷ এই দুই ঘটনায় নার্সিং কর্মীদের উপর স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তাচ্ছিল্য প্রদর্শন, অমানবিক ব্যবহার এবং পুলিশের নজিরবিহীন অত্যাচারের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে ৷