পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কর্মক্ষেত্রে সুরক্ষার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি নার্সেস ইউনিটির - মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল নার্সেস ইউনিটি

নিয়োগ সংক্রান্ত কারণে সদ্য GNM প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা 19 অক্টোবর স্বাস্থ্যভবনে সমবেত হয়েছিলেন ৷ 14 অক্টোবরে প্রকাশিত নিয়োগ সংক্রান্ত নির্দেশে চূড়ান্ত দুর্নীতি হয়েছে বলে তাদের অভিযোগ ৷ তাঁরা জানান, "সমবেত হওয়া ওই নার্সদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের কেউ দেখা করে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতে পারতেন । কিন্তু, সেটা না করে, পুলিশ দিয়ে তাণ্ডব চালিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ওই নার্সদের গ্রেপ্তার করানোর ব্যবস্থা করা হল ।

nurses-unity-wrote-a-letter-to-the-chief-minister
মুখ্যমন্ত্রীকে চিঠি নার্সেস ইউনিটি

By

Published : Oct 28, 2020, 7:26 AM IST

কলকাতা, 28 অক্টোবর : নার্সদের উপর দুষ্কৃতীদের বার বার আক্রমণ এবং প্রশাসনিক সন্ত্রাসের অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল নার্সদের সংগঠন- নার্সেস ইউনিটি । চিঠিতে দোষীদের শাস্তি এবং কর্মক্ষেত্রে নার্সদের যথাযথ সুরক্ষার দাবি জানানো হয়েছে । নার্সিংয়ের শিক্ষা ও পেশার মর্যাদা এখন ভূলুণ্ঠিত, একথা জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুরোধ জানানো হয়েছে এই চিঠিতে । গতকাল নার্সেস ইউনিটি চিঠির মাধ্যমে জানিয়েছে, অত্যন্ত আশঙ্কা এবং উদ্বেগের সঙ্গে কয়েকটি বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদক্ষেপের প্রত্যাশায় রয়েছি ।

নিয়োগ সংক্রান্ত কারণে সদ্য GNM প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা 19 অক্টোবর স্বাস্থ্যভবনে সমবেত হয়েছিলেন ৷ 14 অক্টোবরে প্রকাশিত নিয়োগ সংক্রান্ত নির্দেশে চূড়ান্ত দুর্নীতি হয়েছে বলে তাদের অভিযোগ ৷ তাঁরা জানান, "সমবেত হওয়া ওই নার্সদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের কেউ দেখা করে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতে পারতেন । কিন্তু, সেটা না করে, পুলিশ দিয়ে তাণ্ডব চালিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ওই নার্সদের গ্রেপ্তার করানোর ব্যবস্থা করা হল । শাস্তির অজুহাতে থানার লকআপে নার্সদের রাত প্রায় ন'টা পর্যন্ত আটকে রেখে ছেড়ে দেওয়া হল । কোরোনা পরিস্থিতির মধ্যেও বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সেদিন স্বাস্থ্যভবনে এসেছিলেন অনেক নার্স । তাঁরা কীভাবে নিরাপদে ফিরতে পারবেন, তা একবারও ভেবে দেখা হল না ।"

পুলিশের ভূমিকা নিয়ে তাঁদের বক্তব্য, মহিলাদের সুরক্ষা দেওয়ার বিষয়টি পুলিশের দায়িত্ব, এটা না করে গভীর সংকটের মধ্যেই তাঁদের সেদিন ফেলে দেওয়া হল । পুলিশের এই ধরনের আচরণকে আমলাতান্ত্রিক, প্রতিহিংসামূলক এবং, অমানবিক ৷ নার্সদের সংগঠন 19 অক্টোবরের ঘটনার কথাই বলেননি ৷ 2019 সালের 26 অগাস্টে ঘটে যাওয়া ওই একই ধরনের "ন্যাক্কারজনক" ঘটনার কথাও চিঠিতে উল্লেখ করেছেন ৷ এই দুই ঘটনায় নার্সিং কর্মীদের উপর স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তাচ্ছিল্য প্রদর্শন, অমানবিক ব্যবহার এবং পুলিশের নজিরবিহীন অত্যাচারের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে ৷

এর পাশাপাশি চিঠিতে বলা হয়েছে, গত 21 সেপ্টেম্বর কালনা সাব ডিভিশন হাসপাতালে দিনের বেলায় প্রকাশ্যে কর্তব্যরত নার্সদের উপর দুষ্কৃতীদের নজিরবিহীন শারীরিক নিগ্রহের ঘটনায় নার্সেস ইউনিটি মর্মাহত । কোভিড-যোদ্ধা হিসাবে নার্সদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা কোথাও নেই । তার উপর ওই দুষ্কৃতীদের এখনও গ্রেপ্তার করা হয়নি, শাস্তি তো দূর অস্ত । এমনকী ওই দিন ওই হাসপাতালে পর পর বিভিন্ন বিভাগে ঢুকে যেভাবে 10 জন নার্সকে নিগৃহীত করা হয়েছিল, তার খবর নিতে ওখানকার নার্সরা দাবি করার পরে, নার্সিংয়ের আধিকারিকরা সেখানে গিয়েছিলেন । কিন্তু, পরিস্থিতির কোনও বদল ঘটেনি । এর পরেও প্রতিবাদী নার্সদের হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ভয় দেখানো, হুমকি, এমন কী দুর্ব্যবহারের মুখোমুখি হতে হচ্ছে ।

এই চিঠিতে নার্সেস ইউনিটি আরও জানিয়েছে, হাসপাতালে কর্মরত নার্সদের বার বার প্রশাসনিক হেনস্থার শিকার হতে হচ্ছে । প্রশাসনের তরফে তাঁদের উপর অমানবিক আচরণ করা হচ্ছে । এইসব ঘটনার ফলে সংকটময় পরিস্থিতিতে নার্সিংয়ের কর্মীদের মনোবল ভেঙে পড়ছে ।

সংগঠনের সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেছেন, "নার্সিং শিক্ষা ও পেশার মর্যাদা আজ ভূলুণ্ঠিত । রোগী পরিষেবাকে উন্নতমানে পৌঁছে দিতে এবং এই পেশার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে আমরা আপনার উপরেই আস্থা রাখছি । এই সংকটময় পরিস্থিতিতে সমস্যা সমাধানের লক্ষে আমরা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই । পরিস্থিতির গুরুত্ব বুঝে আপনি আমাদের অনুরোধ রক্ষা করবেন বলেই আমরা আশা রাখি ।"

ABOUT THE AUTHOR

...view details