পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রশাসনকে 7 দিন সময়, আলোচনায় না বসলে কর্মবিরতির হুঁশিয়ারি নার্সদের - Nurse protest

40 বছর ধরে সময় দিয়েছেন । আরও 7 দিন সময় দিলেন নার্সরা । রোগীদের প্রতি প্রশাসনেরও দায়বদ্ধতা থাকে ৷ এই সময়ের মধ্যে প্রশাসন যদি তাদের সঙ্গে আলোচনায় না বসে তাহলে রাজ্যজুড়ে সরকারি নার্সরা কর্মবিরতির পথে যাবেন । এই কর্মবিরতিতে ডাক্তারদেরও পাশে চাইছেন তাঁরা।

নার্সেস ইউনিটি

By

Published : Aug 29, 2019, 6:41 AM IST

কলকাতা, 29 অগাস্ট: বুধবার NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল সেবিকাদের সংগঠন নার্সেস ইউনিটি৷ বেলা আড়াইটে নাগাদ এই মিছিল শুরু হওয়ার কথা ছিল । গতকাল বুধবার দুপুর থেকে নার্সরা জমায়েত হয়েছিলেন NRS-এর সামনে ৷ শেষ পর্যন্ত মিছিল হয়নি । NRS-এর গেটে অবস্থান বিক্ষোভ করেন নার্সরা ।

মিছিল না করার কারণ, প্রশাসনিক জটিলতা ৷ ইউনিটির সহ-সম্পাদিকা ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "মিছিল করতে পারলাম না, কারণ মিছিল করতে গেলে নানা রকম শর্তের কথা বলেছে লালবাজার । অবস্থান করব না কথা দিতে হবে, আমরা কথা দিয়েছিলাম । আইন অমান্য করব না কথা দিতে হবে, দিয়েছিলাম । তিন নম্বর বলেছিল, মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন, এই লাইনটি কেটে দিতে হবে । এই লাইনটা যদি কেটেই দিই, তাহলে মিছিল কেন, জমায়েত কেন, তাই এই দাবি মানতে পারিনি ।"

তিনি আরও বলেন, " মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আমাদের বলা হয়েছিল, সুবোধ মল্লিক স্কয়্যার পর্যন্ত যেতে দেওয়া হবে । আজকে আমরা দেখলাম NRS-এ জমায়েত হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অতি সক্রিয় হল ৷ আমাদের ধমক দিল, গ্রেপ্তার করার ভয় দেখাল, চাকরির সংকট হতে পারে এমন ভয়ও দেখান হল এবং আমাদের মিছিল বের করতে দেওয়া হল না । এর পরে আমরা এখানে অবস্থানে বসতে বাধ্য করেছে৷ "

একইসঙ্গে তিনি বলেন," আমাদের মেয়েরা প্রশাসনের সামনে মাথা নোয়াননি , তাই আমাদের চাপে নবান্ন থেকে খবর পাঠানো হয় ডেপুটেশন নেওয়া হবে৷ আমাদের 7 জনের প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী দপ্তরের ডেপুটেশন পৌঁছে দিয়েছে । পুলিশের হুমকির মতো নানা প্রতিকূলতার মাঝেও শেষ পর্যন্ত আমরা এটা করতে পেরেছি ।"

বেলা আড়াইটে থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন নার্সরা । ডেপুটেশন জমা দিয়ে সাড়ে পাঁচটা নাগাদ NRS-এ ফিরে আসে ওই প্রতিনিধি দল । নিজেদের মধ্যে আলোচনার পর তারা প্রশাসনকে 7 দিন সময় দেওয়ার কথা ঘোষণা করে৷ প্রশাসন আলোচনায় না বসলে নার্সরা কর্মবিরতির পথে যাবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে ৷

ABOUT THE AUTHOR

...view details