পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Panchayat Seats: ত্রিস্তরীয় পঞ্চায়েতে বাড়ল সংরক্ষিত আসনের সংখ্যা - পঞ্চায়েত নির্বাচন

আগামী বছরের প্রথমদিকেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ৷ তার আগে প্রকাশিত হল সংরক্ষিত আসনের তালিকা (WB Panchayat Seats) ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Dec 13, 2022, 4:21 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর: বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন । ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশিত হয়েছে পঞ্চায়েতে সংরক্ষিত আসনের সংখ্যা (WB Panchayat Seats)। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে প্রতিটি স্তরেই বেড়েছে সংরক্ষিত আসনের সংখ্যা (numbers of reserve seats in three tire panchayats increased)।

গ্রাম পঞ্চায়েতে সংরক্ষিত আসন সংখ্যা বেড়েছে প্রায় 3 হাজার। রাজ্যের 62 হাজার 404টি আসনের মধ্যে মহিলা-সহ তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন থাকছে প্রায় 16 হাজার । 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে এই সংখ্যা ছিল 12 হাজার 863 । এবার তা বেড়ে হয়েছে 15 হাজার 768 । অবশ্য সে সময় মোট আসন সংখ্যা ছিল 48 হাজার 650। এবার তফসিলি উপজাতির জন্য 3567টি আসন সংরক্ষিত রাখা হচ্ছে । অন্যান্য অনগ্রসর জাতির জন্য সংরক্ষিত আসন রাখা হয়েছে 9 হাজার 396টি ৷ অসংরক্ষিত আসনের সংখ্যা 16 হাজার 748 ।

অপরদিকে, 9 হাজার 498টি আসন বিশিষ্ট পঞ্চায়েত সমিতিতে মহিলা-সহ তফশিলি জাতির জন্য সংরক্ষিত আসন সংখ্যা 2 হাজার 506 । মহিলা-সহ তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত আসন সংখ্যা 621। অন্যান্য অনগ্রসর জাতির জন্য আসন নির্দিষ্ট হয়েছে 1 হাজার 345টি । অসংরক্ষিত আসন সংখ্যা 2 হাজার 507 ।

ত্রিস্তরীয় পঞ্চায়েতে বাড়ল সংরক্ষিত আসনের সংখ্যা

আরও পড়ুন:গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে ফের সরগরম পাহাড়ের রাজনীতি

জেলা পরিষদের 928টি আসনের মধ্যে মহিলা-সহ তফশিলিদের জন্য সংরক্ষিত 251টি আসন । তফশিলি উপজাতির জন্য 61টি এবং অন্যান্য পিছিয়ে থাকা সম্প্রদায়ের জন্য 136টি আসন সংরক্ষিত হয়েছে এবার । ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি স্তরেই এবার আসন সংখ্যা বাড়ছে (WB Panchayat Election) ।

পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে 13 হাজারের বেশি । নভেম্বরে প্রকাশিত পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকার থেকেও চূড়ান্ত তালিকায় গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে 40টি। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে রাজ্য নির্বাচন কমিশন ত্রিস্তরীয় পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে । সেখানেই এই তথ্য উঠে এসেছে । আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা অনুযায়ী 2018 সালের তুলনায় এবার গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে 13 হাজার 754টি । পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে আসন বেড়েছে যথাক্রমে 281 এবং 103টি ।

ABOUT THE AUTHOR

...view details