কলকাতা, 13 ডিসেম্বর: বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন । ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশিত হয়েছে পঞ্চায়েতে সংরক্ষিত আসনের সংখ্যা (WB Panchayat Seats)। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে প্রতিটি স্তরেই বেড়েছে সংরক্ষিত আসনের সংখ্যা (numbers of reserve seats in three tire panchayats increased)।
গ্রাম পঞ্চায়েতে সংরক্ষিত আসন সংখ্যা বেড়েছে প্রায় 3 হাজার। রাজ্যের 62 হাজার 404টি আসনের মধ্যে মহিলা-সহ তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন থাকছে প্রায় 16 হাজার । 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে এই সংখ্যা ছিল 12 হাজার 863 । এবার তা বেড়ে হয়েছে 15 হাজার 768 । অবশ্য সে সময় মোট আসন সংখ্যা ছিল 48 হাজার 650। এবার তফসিলি উপজাতির জন্য 3567টি আসন সংরক্ষিত রাখা হচ্ছে । অন্যান্য অনগ্রসর জাতির জন্য সংরক্ষিত আসন রাখা হয়েছে 9 হাজার 396টি ৷ অসংরক্ষিত আসনের সংখ্যা 16 হাজার 748 ।
অপরদিকে, 9 হাজার 498টি আসন বিশিষ্ট পঞ্চায়েত সমিতিতে মহিলা-সহ তফশিলি জাতির জন্য সংরক্ষিত আসন সংখ্যা 2 হাজার 506 । মহিলা-সহ তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত আসন সংখ্যা 621। অন্যান্য অনগ্রসর জাতির জন্য আসন নির্দিষ্ট হয়েছে 1 হাজার 345টি । অসংরক্ষিত আসন সংখ্যা 2 হাজার 507 ।