পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

East West Metro: ভিড় সামাল দিতে শিয়ালদহ-সল্টলেক লাইনে এবার মিলবে বাড়তি মেট্রো - কলকাতা মেট্রো

ভিড় সামাল দিতে শিয়ালদহ থেকে সল্টলেক (Number of metro services increased) লাইনে এ বার মিলবে বাড়তি মেট্রো ৷ ইস্ট ওয়েস্ট মেট্রো (East West Metro) পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো ৷

number of services increased in east west metro
ভিড় সামাল দিতে শিয়ালদহ-সল্টলেক লাইনে এবার মিলবে বাড়তি মেট্রো

By

Published : Nov 29, 2022, 12:22 PM IST

কলকাতা, 29 নভেম্বর: শিয়ালদহ মেট্রো (East West Metro) শুরু হওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে যাত্রী সংখ্যা । তাই ভিড় সামাল দিতে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও ।

দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হল শিয়ালদহ ৷ তাই অফিস ফেরতা ট্রেন ধরার জন্য মেট্রো ব্যবহার করেন বহু মানুষ । এর ফলে সন্ধের দিকের ভিড় সামাল দিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষর তরফে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে পরিষেবা বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগামী 1 ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে গ্রিন লাইনে সারাদিনে 100টির পরিবর্তে চলবে 106টি মেট্রো ।

শিয়ালদহ এবং সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে সারাদিনে চলবে 106টি মেট্রো অর্থাৎ 53টি ইস্ট বাউন্ড ও 53টি ওয়েস্ট বাউন্ড মেট্রো । আগামী 1 ডিসেম্বর থেকে সন্ধের ব্যস্ত সময়ে প্রতি 12 মিনিট অন্তর একটি মেট্রো পাওয়া যাবে ।

আরও পড়ুন:বিকল্প উপায়ে চলতি বছরেই প্রায় 16 কোটি টাকা আয় হল কলকাতা মেট্রোর

1 ডিসেম্বর থেকে দিনের প্রথম মেট্রো:

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:55 তে

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টায়

1 ডিসেম্বর থেকে দিনের শেষ মেট্রো:

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9: 35-এ

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.40-এ ৷

ABOUT THE AUTHOR

...view details