পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেকর্ড জ্বালানির দাম, আগামী সপ্তাহ থেকে কমবে মিনিবাসের সংখ্যা - রেকর্ড জ্বালানির দাম

মিনিবাস মালিক সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, জ্বালানির দাম যেমন বেড়েছে, তেমনি গাড়ির যন্ত্রাংশের দাম বেড়েছে । সেক্ষেত্রে তেল ভরে ও কর্মীদের বেতন দিয়ে তাদের আর হাতে কিছু থাকছে না । তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের ক্ষেত্রে বাস চালানো সম্ভব হচ্ছে না, তারা বাস চালাবে না । তাই আগামী সপ্তাহ থেকে বাসের সংখ্যা কমে যাবে ।

আগামী সপ্তাহ থেকে কমবে মিনিবাসের সংখ্যা
আগামী সপ্তাহ থেকে কমবে মিনিবাসের সংখ্যা

By

Published : Feb 20, 2021, 9:36 AM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি : ক্রমাগত উর্ধ্বমুখী পেট্রল-ডিজ়েলের দাম । তার উপর লকডাউনের একটা প্রভাব এখনও থেকে গিয়েছে । অর্থাৎ যাত্রী সংখ্যা আর আগের মতো নেই । লকডাউনের পর থেকেই কমেছে যাত্রী সংখ্যা । কর্মীদের বেতন মেটানো সমস্যা হয়ে যাচ্ছে । তার উপর ক্রমাগত বাড়ছে জ্বালানির দাম । এই পরিস্থিতিতে বাস চালানো অসম্ভব হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মিনিবাস মালিকরা । তাই বহু রুটে বাসের সংখ্যা এবার কমতে চলেছে বলে সাফ জানিয়ে দিল মিনিবাস মালিক সংগঠন ।


শুক্রবার কলকাতায় ডিজ়েলের দাম গিয়ে ঠেকেছে 84 টাকা 19 পয়সা প্রতি লিটার । অন্যদিকে, পেট্রলের দাম 90 টাকা 24 পয়সা প্রতি লিটার । ফলে সাধারণ মানুষের উপর যেমন বোঝা বেড়েছে, তেমনই নাভিশ্বাস উঠছে বাস মালিকদেরও। কেন্দ্র থেকে রাজ্য সর্বত্র বারবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনও ফল হয়নি ।

মিনিবাস অপারেটরস কো-অর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক স্বপন ঘোষ বলেন , "শুক্রবার জ্বালানির দাম গিয়ে ঠেকেছে প্রায় 85 টাকায় । আর কয়েকদিনের মধ্যেই রাজস্থানের মতো এই রাজ্যেও ডিজ়েল ও পেট্রলের দাম গিয়ে দাঁড়াবে 100 টাকায় । তাই তেল ভরে ও কর্মীদের বেতন দিয়ে ব্যবসা আর চালানো যাচ্ছে না । অন্যদিকে, বাসের যন্ত্রাংশের দামও বেড়েছে অনেকটাই। এভাবে চলতে থাকলে আমরা না খেতে পেয়ে মারা যাব ।"

আরও পড়ুন, কলকাতা পৌরনিগমের সদর দফতর থেকে দেওয়া হবে করোনার টিকা

তিনি আরও বলেন, " প্রায় সব রুটের বাস মালিকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি যে এবার যাঁরা বাস চালাতে পারবেন তাঁরা চালাবেন । আর যাঁরা পারবেন না, তাঁরা বাস চালাবেন না । তাই ইতিমধ্যে বহু বাস বসে গেছে । এরপর আরও কমতে থাকবে বাসের সংখ্যা । শহর ও শহরতলির ক্ষেত্রে হয়তো 200-র কম বাস চলবে । সরকারের তরফে কোনওরকম গঠনমূলক সিদ্ধান্ত না নিলে এভাবেই বাসের সংখ্যা কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকবে।" উল্লেখ্য, এর আগে জ্বালানি তেলের আকাশছোঁয়া দামের বিরোধিতা করে একাধিক রুটে বাস পরিষেবা বন্ধ করতে বাধ্য হয়েছিল বেসরকারি বাস মালিক সংগঠন ।

ABOUT THE AUTHOR

...view details