সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, শেষ মেট্রোর সময়ও পরিবর্তন
দীর্ঘ ছ'মাস পর 14 সেপ্টেম্বর থেকে আবার চালু হয়েছে নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো ।
কলকাতা, 10 অক্টোবর :পুজোর আগেই মেট্রোর সংখ্যা বাড়ছে ৷ সোমবার (12 অক্টোবর) থেকে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা । একইসঙ্গে বাড়ানো হবে শেষ মেট্রোর সময়ও ।
দীর্ঘ ছ'মাস পর 14 সেপ্টেম্বর থেকে আবার চালু হয়েছে নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো । সংক্রমণের ভয়ে প্রথম দিকে যাত্রী সংখ্যা কম দেখা গেছে ৷ কিন্তু দ্রুত গন্তব্যে পৌঁছানোর একমাত্র উপায় হিসেবে আতঙ্ক কাটিয়ে আবার মেট্রোকে বেছে নিচ্ছে মানুষ । ফলে ভিড়ও বাড়ছে ৷ তাই ভিড় সমাল দিতে সোমবার (12 অক্টোবর) থেকে সারাদিনে মেট্রোর সংখ্যা বাড়িয়ে 146 করা হবে । বর্তমানে এই সংখ্যাটি 122 । প্রতি 4 মিনিটে একটি ট্রেন ছাড়বে । রবিবার সকাল 10.10 থেকে রাত 9.30 পর্যন্ত সারাদিনে চলাচল করবে 64টি ট্রেন । বর্তমানে এই সংখ্যাটি হল 58 ।
পরিবর্তন করা হয়েছে শেষ মেট্রোর সময়ও । 12 অক্টোবর থেকে দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে শেষ মেট্রো রাত 8 টার পরিবর্তে ছাড়বে সাড়ে আটটায় । পাশাপাশি সোমবার থেকে শনিবার নোয়াপাড়া থেকে শেষ গাড়ি ছাড়বে রাত 8.25 মিনিটে ৷ রবিবার ছাড়বে রাত 8.23 মিনিটে ।
প্রথমদিন নর্থ-সাউথ মেট্রোর ক্ষেত্রে যাত্রী সংখ্যা ছিল কুড়ি হাজারের মতো ৷ অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে সংখ্যাটি ছিল মাত্র 74 জন । ধীরে ধীরে বেড়েছে যাত্রী সংখ্যা । শুক্রবার নর্থ-সাউথ মেট্রোয় সারাদিনের যাত্রী সংখ্যা ছিল 71 হাজার 562 জন ৷ অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী সংখ্যা ছিল 529 জন ।