কলকাতা, 11 এপ্রিল : রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ চার হাজার ছাড়িয়েছে ৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা ৷ এই পরিস্থিতিতে করোনার টিকা নিয়ে সংকটে পড়েছে রাজ্য ৷ বিভিন্ন সেন্টারে বন্ধ রাখা হয়েছে টিকাকরণের কাজ ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী , 12 এপ্রিলের মধ্যে রাজ্যে পৌঁছাবে প্রায় চার লাখ টিকার ডোজ় ৷ যা নিয়ে আশায় রয়েছে স্বাস্থ্য দফতর। তবে, প্রয়োজনের তুলনায় এই ডোজ় অনেক কম। আরও বেশি ডোজ় যাতে পাঠানো হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলছে রাজ্যের স্বাস্থ্য দফতর ৷
অন্য রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গেও করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ৷ শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, শেষ 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে চার হাজার 303 ৷ 9 এপ্রিল সংক্রমণের সংখ্যা ছিল তিন হাজার 648 । গত 8 এপ্রিল এই সংখ্যা ছিল দু'হাজার 783। শুধুমাত্র সংক্রমণের সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে, তাও নয়। এর পাশাপাশি করোনায় মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। শেষ 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 12 জনের ৷
আরও পড়ুন :ভোট মরশুমে করোনায় রাশ টানতে হাইকোর্টের হস্তক্ষেপের আবেদন
চিকিৎসকরা জানাচ্ছেন, করোনার দ্বিতীয় ঢেউ সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি যেমন মেনে চলতে হবে তেমনই 18 বছরের উর্ধ্বে সকলকে টিকাদেওয়ার ব্যবস্থা করতে হবে ৷ তা না হলে সংক্রমণ এড়ানো সম্ভব না-ও হতে পারে। তবে, সংক্রমণ ঘটলে আক্রান্তের শারীরিক অবস্থা সংকটজনক নাও হতে পারে । এদিকে টিকার মজুত কমে যাওয়ায় 10 এপ্রিল রাজ্যের বিভিন্ন সেন্টারে টিকাকরণ সম্ভব হয়নি।
আরও পড়ুন :করোনা আক্রান্ত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
করোনার টিকা ফের কবে আসবে ? এই বিষয়ে জানতে চাওয়া হলে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "টিকা পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি। আশা করা হচ্ছে, আগামী 12 এপ্রিল চার লাখের মতো টিকার ডোজ় রাজ্যে এসে পৌঁছবে।" পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বলেন, "তবে, এই ডোজ় প্রয়োজনের তুলনায় খুবই কম। আমরা যাতে আরও বেশি ডোজ় পেতে পারি, তার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলছি।"
টিকার সংকটের কারণে অনেককেই হতাশ হয়ে ফিরতে হয়েছে গতকাল। শেষ পাওয়া খবর অনুযায়ী এক লাখ 93 হাজার 996 জনের টিকাকরণ সম্ভব হয়েছে । সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, 15 এপ্রিলের আগে সেখানকার সেন্টারে টিকা পৌঁছাবে না। ফলে ওইদিনের পর থেকে টিকাকরণ পুনরায় শুরু হতে পারে। টিকা সংক্রান্ত বিষয়ে তাঁদেরকে ওই হাসপাতালের হেল্প লাইন নম্বরে ফোন করে জেনে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে ৷