পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গ্রিন জ়োনের সংখ্যা কমলেও কোরোনায় আক্রান্তের সংখ্যা কমেনি , বললেন ফিরহাদ হাকিম - Although the number of green zones has decreased, but the number of people affected by corona has not decreased, said Firhad Hakim

আজ ফিরহাদ হাকিম বলেন, শহরে এখন বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকা থেকে কোরোনা সংক্রমণের ঘটনা উঠে আসছে ।

Firhad Hakim
গ্রিন জ়োনের সংখ্যা কমলেও কোরোনায় আক্রান্তের সংখ্যা কমেনি , বললেন ফিরহাদ হাকিম

By

Published : May 16, 2020, 10:01 PM IST

কলকাতা, 16 মে : কলকাতায় রেড জ়োনের সংখ্যা কমলেও, কমেনি কোরোনা আক্রান্তের সংখ্যা । আজ ফিরহাদ হাকিম বলেন, শহরে এখন বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকা থেকে কোরোনা সংক্রমণের ঘটনা উঠে আসছে । গতকাল ফিরহাদ হাকিম জানিয়েছিলেন কলকাতায় গ্রিন জ়োনের সংখ্যা বেড়েছে ।

আজ কলকাতা পৌরনিগমের কোরোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের রিভিউ বৈঠকের পর ফিরহাদ হাকিম জানান, এতদিন পর্যন্ত এক একটি এলাকা থেকে একাধিক কোরোনা সংক্রমণের ঘটনা উঠে আসছিল । তাই অনেক বেশি রেড জ়োন ছিল । এখনও কোরোনা সংক্রমণের ঘটনা উঠে আসছে ৷ তবে একটা জায়গা থেকে বহু জন আক্রান্ত হচ্ছে না । কলকাতার বিভিন্ন এলাকা থেকে বিচ্ছিন্নভাবে সংক্রমণের ঘটনা ধরা পড়ছে । গ্রিন জ়োনের সংখ্যা বেড়েছে , তার মানে এই নয় শহর কোরোনা প্রকোপ থেকে মুক্ত হয়েছে । যে কোনও মুহূর্তে গ্রিন জ়োন আবারও রেড জ়োনে পরিণত হতেই পারে ।

কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ফিরোজ আহমেদ জানিয়েছেন, যেহেতু মানুষ এখনও সঠিকভাবে সামাজিক দূরত্ব পালন করছে না ৷ তাই একটা জায়গায় সংক্রমণের ঘটনা না ঘটে বিচ্ছিন্নভাবে সংক্রমণের ঘটনা উঠে আসছে । নতুন করে বেহালা, চেতলা, খিদিরপুর, ভবানীপুরে সংক্রমণের ঘটনা ধরা পড়েছে । এই মুহূর্তে বস্তিতে সংক্রমণের সংখ্যা কমলেও বহুতল বাড়িগুলিতে বিচ্ছিন্নভাবে সংক্রমণের ঘটনা বেশি করে ধরা পড়ছে । তবে বস্তিগুলোতে সংক্রমণের সংখ্যা কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে কলকাতা পৌরনিগমের । এবিষয়ে ফিরহাদ হাকিম বলেন, বস্তিগুলোতে সংক্রমণের ঘটনা কম হচ্ছে সেটা ভালো লক্ষণ । তবে সংখ্যা কমলেও এখনও বস্তিতে বা জনবসতি এলাকাগুলোতে সংক্রমণ হচ্ছে ।

পাশাপাশি আজ তিনি বলেন, বস্তি এলাকায় সংক্রমণ ঘটলে সেক্ষেত্রে হোম কোয়ারানটিন রাখা যায় না । কারণ তাদের নিজেদের জায়গা কম । এক্ষেত্রে রোগীর আত্মীয়-স্বজন ও আশেপাশের লোকদেরকে কোয়ারানটিন সেন্টারে রাখতে হয় । তাই বস্তিগুলো থেকে সংখ্যা কমলেই ভালো হয় ।

ABOUT THE AUTHOR

...view details