পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue in KMC: গতবারের তুলনায় শহরে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, 29টি ওয়ার্ড স্পর্শকাতর চিহ্নিত করল পৌরনিগম - কলকাতা পৌরনিগম

ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা কমলেও গতবারের তুলনায় কলকাতা পৌরনিগম এলাকায় বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৷ 29টি ওয়ার্ড 'স্পর্শকাতর' হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 10:53 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা গতবছরের তুলনায় খানিকটা কম রয়েছে এবছর । তবে গতবারের তুলনায় চলতি বছর ফের ডেঙ্গি অস্বস্তি বাড়িয়েছে । শুক্রবার কলকাতা পৌরনিগমের তরফে স্বীকার করা হয়েছে এই তথ্য । তবে মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা রেখেই দিয়েছে পৌরনিগম ।

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, গত বছর এই সময় শহরে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল 7 হাজার । সেই তুলনায় চলতি বছর এই সময় পর্যন্ত শহরে এখনও পর্যন্ত ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা প্রায় 2 হাজার । বর্তমানে আক্রান্তের সংখ্যা 5 হাজার 76 জন । কিন্তু গতবছরের তুলনায় বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । এবছর এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 2 হাজার 700 জন এখন পর্যন্ত । গত বছরের তুলনায় 700 জন বেশি ।

'স্পর্শকাতর' হিসেবে কলকাতা পৌরনিগম এলাকায় 29টি ওয়ার্ড চিহ্নিত করা হয়েছে । সেই ওয়ার্ডগুলোতে বাড়তি নজরদারি চালাচ্ছে পৌরনিগম । এবছরও দক্ষিণ কলকাতায় আক্রান্তের সংখ্যা বেশি । যে 2 হাজার 700 জন মানুষ আক্রান্ত হয়েছেন, তাঁদের প্রায় 85 শতাংশই দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ কলকাতার বাসিন্দা । শহরের মাত্রাতিরিক্ত ডেঙ্গি হচ্ছে, এমন 29টি ওয়ার্ড চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ । যেখানে বাড়তি নজরদারি করা হচ্ছে । কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন । এই স্পর্শকাতর ওয়ার্ডগুলির মধ্যে উত্তর, মধ্য ও পূর্ব কলকাতার মাত্র 5টি ওয়ার্ড রয়েছে । বাকি সবটাই দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব কলকাতার । বালিগঞ্জ, কসবা, যাদবপুর, বাইপাস সংলগ্ন একাধিক ওয়ার্ড আছে । হরিদেবপুর, পুঁটিয়ারি, বেহালা, ঠাকুরপুকুর ।

এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "আমরা সবরকম চেষ্টা করছি । কিন্তু মানুষকেও সচেতন হতে হবে । নিজের বাড়িতে জল জমানো চলবে না । পৌরকর্মীদের সহযোগিতা করতে হবে ।"

কলকাতা পৌরনগমের তথ্য অনুযায়ী বাড়তি নজরদারি করা হচ্ছে যে 'স্পর্শকাতর' 29টি ওয়ার্ডে সেগুলো হল:

3, 4, 6, 14, 31, 67, 68, 85, 86, 90, 92, 94, 96, 97, 102, 103, 105, 107, 108, 109, 111, 112, 115, 116, 117, 118, 121, 129 ও 131 ৷

আরও পড়ুন : বাচ্চা ও পরিবারকে ডেঙ্গির হাত থেকে বাঁচাতে যা করণীয়

ABOUT THE AUTHOR

...view details