কলকাতা, 15 সেপ্টেম্বর: ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা গতবছরের তুলনায় খানিকটা কম রয়েছে এবছর । তবে গতবারের তুলনায় চলতি বছর ফের ডেঙ্গি অস্বস্তি বাড়িয়েছে । শুক্রবার কলকাতা পৌরনিগমের তরফে স্বীকার করা হয়েছে এই তথ্য । তবে মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা রেখেই দিয়েছে পৌরনিগম ।
কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, গত বছর এই সময় শহরে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল 7 হাজার । সেই তুলনায় চলতি বছর এই সময় পর্যন্ত শহরে এখনও পর্যন্ত ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা প্রায় 2 হাজার । বর্তমানে আক্রান্তের সংখ্যা 5 হাজার 76 জন । কিন্তু গতবছরের তুলনায় বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । এবছর এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 2 হাজার 700 জন এখন পর্যন্ত । গত বছরের তুলনায় 700 জন বেশি ।
'স্পর্শকাতর' হিসেবে কলকাতা পৌরনিগম এলাকায় 29টি ওয়ার্ড চিহ্নিত করা হয়েছে । সেই ওয়ার্ডগুলোতে বাড়তি নজরদারি চালাচ্ছে পৌরনিগম । এবছরও দক্ষিণ কলকাতায় আক্রান্তের সংখ্যা বেশি । যে 2 হাজার 700 জন মানুষ আক্রান্ত হয়েছেন, তাঁদের প্রায় 85 শতাংশই দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ কলকাতার বাসিন্দা । শহরের মাত্রাতিরিক্ত ডেঙ্গি হচ্ছে, এমন 29টি ওয়ার্ড চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ । যেখানে বাড়তি নজরদারি করা হচ্ছে । কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন । এই স্পর্শকাতর ওয়ার্ডগুলির মধ্যে উত্তর, মধ্য ও পূর্ব কলকাতার মাত্র 5টি ওয়ার্ড রয়েছে । বাকি সবটাই দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব কলকাতার । বালিগঞ্জ, কসবা, যাদবপুর, বাইপাস সংলগ্ন একাধিক ওয়ার্ড আছে । হরিদেবপুর, পুঁটিয়ারি, বেহালা, ঠাকুরপুকুর ।