শিয়ালদা, 13 মার্চ: শিয়ালদা ডিভিশনের (Sealdah Division) নৈহাটি পর্যন্ত রেলের যে কাজ চলছিল তা আজ রাতের মধ্যেই শেষ করতে চলেছে পূর্ব রেল (Eastern Railway)। তাই মঙ্গলবার থেকে অনেক কম সংখক ট্রেন বাতিল হবে। সোমবার এমনটাই জানিয়েছেন, শিয়ালদা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম।
তিনি বলেন, "শিয়ালদা শাখার নৈহাটি-কল্যাণী শাখার মধ্যে যে কাজ চলছিল সেই কাজ রবিবার রাতে শেষ হওয়ার কথা ছিল। তবে আরও কিছু কাজ বাকি থেকে যাওয়ায় সোমবার রাতের মধ্যেই তা সম্পূর্ণ করা হবে। এই লাইনের কাজের অগ্রগতির জন্য এবং যাত্রী সুরক্ষার জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়। স্বাভাবিকভাবেই যাত্রীদের সমস্যার সৃষ্টি হয়েছিল। তবে মঙ্গলবার থেকে ওই সেকশনে ট্রেন বাতিল করা হলেও তার সংখ্যা অনেক কম থাকবে। অর্থাৎ যেই ট্রেনগুলো বাতিল হতে পারে সেগুলি ছাড়া তালিকার বাইরে বা আন-শিডিউল্ড কোনও ট্রেনগুলি বাতিল হবে না। এর ফলে কিছুটা হলেও যাত্রীদের সুবিধা হবে।"
তিনি আরও বলেন, "কাজের জন্য প্রতিদিন 25টি ট্রেন পূর্ব নির্ধারিতভাবে বাতিল করা হচ্ছিল ৷ তার পাশাপাশি আন শিডিউল্ড ট্রেনও ছিল। তবে আগামিকাল থেকে শিয়ালদা-নৈহাটির মধ্যে এই পূর্ব নির্ধারিত ট্রেনের বাতিলের সংখ্যা কমে 13টিতে এসে দাঁড়াবে। কল্যাণীর পর থেকে পূর্ব নির্ধারিতভাবে আরও 6টি ট্রেন বাতিল করা হবে। স্বাভাবিকভাবেই এই ফলে নিত্য যাত্রীদের অনেকটাই ভোগান্তি কমবে। এছাড়াও এই কাজের জন্য বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয় ৷ আগামিকাল থেকে আগের রুট মেনেই চলবে ওই ট্রেনগুলো।"
আরও পড়ুন:নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকে উঠল গাড়ি, ট্রেন-মারুতির সংঘর্ষে আহত একাধিক
তাঁর কথায়, মেল, এক্সপ্রেসের ক্ষেত্রেও রুট পরিবর্তন হবে না। কাজ চলাকালীন এই ট্রেনগুলো দমদম হয়ে যাচ্ছিল তবে এখন এই ট্রেনগুলো দমদমের পরিবর্তে নৈহাটি হয়ে হাওড়া যাবে। পাশাপাশি আগামিকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই পরীক্ষার দিনগুলিতে সময় মতো ট্রেন চালাতে বদ্ধপরিকর পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে পরীক্ষার দিনগুলিতে পূর্ব নির্ধারিত যে ট্রেনগুলো বাতিল হবে সেগুলির তালিকা অপরিবর্তিত থাকছে।যেহেতু প্রতিদিন প্রচুর মানুষ ট্রেনে করেই শহরে চাকরি, পড়াশোনা বা অন্যান্য কাজের জন্য আসছেন তাই তাঁদের যাতে কোনও সমস্যার মধ্যে পড়তে না-হয় তাই সকালের দিকের কোনও ট্রেন বাতিল করা হবে না।