পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোর জন্য প্রস্তুত পরিবহন দপ্তর, চলবে অতিরিক্ত বাস - suvendu adhikari

কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দুর্গাপুজোয় চলবে 1600 টি বাস । জানালেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

পথে নামবে প্রায় 1600 বাস

By

Published : Sep 17, 2019, 11:30 AM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : দুর্গাপুজোর সময় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় 1600টি বাস চালাবে পরিবহন দপ্তর । রাতেও চলবে অতিরিক্ত বাস ৷ জানালেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

গতকাল ময়দানে WBTC(ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন)-এর অফিসে "পুজো পরিক্রমা" বুকলেটটি প্রকাশ করেন পরিবহনমন্ত্রী । বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন। অনুষ্ঠানে ছিলেন পরিবহন দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ অন্যরা ।

শুভেন্দুবাবু বলেন, "বনেদিবাড়ির পুজো, গ্রামের পুজো, হেরিটেজ ট্রামে যাত্রা, জলপথে পুজো, জয়রামবাটি-কামারপুকুর দর্শন, সর্বজনীন পুজোর পাশাপাশি এবারের নতুন সংযোজন হুগলির বিশিষ্ট বাড়ির পুজো । সল্টলেক ও নিউটাউনের পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছে । নিউটাউনের প্রবীণ নাগরিকদের আবাসন "স্নেহদিয়া"র প্রতিমাও এবার পুজো পরিক্রমায় দেখানো হবে ।"

এবার পরিবহন দপ্তর শহরের পাশাপাশি গ্রামের পুজো দেখানোরও আয়োজন করেছে । একটি টিকিটেই মিলবে দিনভর ঠাকুর দেখার সুযোগ । অনলাইনের পাশাপাশি শহর ও শহরতলির বিভিন্ন ডিপো, টার্মিনাস ও স্মার্ট কার্ড বুকিং কাউন্টারে টিকিট বুক করা যাবে ।

জেলায় কোথায় কোথায় পুজো পরিক্রমা-

দক্ষিণবঙ্গ পরিবহন নিগম পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, আরামবাগ ও ঝাড়গ্রামের বিভিন্ন পুজোমণ্ডপ দেখানো হবে । দুর্গাপুরে দামোদর ও কালনায় গঙ্গায় প্রতিমা নিরঞ্জন দেখানো হবে ।

পুজোর দিন ছাড়াও কলকাতা থেকে মাইথন, শান্তিনিকেতন, ঝারগ্রাম, দিঘা ও মুকুটমণিপুর যাওয়ার দূরপাল্লার বাস পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণবঙ্গ পরিবহন নিগম ।

কলকাতা থেকে শিলিগুড়ি, মালদা, বহরমপুর ও উত্তরবঙ্গের একাধিক শহরে বাস পরিষেবা বাড়ানো হয়েছে ।

পুজোর সময়ে গঙ্গায় ভেসেলের সংখ্যা বাড়ানো হবে । বেলুড়, দক্ষিণেশ্বর ও বাগবাজারে পর্যাপ্ত ভেসেল পরিষেবা থাকবে । কন্ট্রোলরুমের মাধ্যমে বিশেষ নজরদারি চালাবে পরিবহন দপ্তর ।

ABOUT THE AUTHOR

...view details