পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

IIT Kharagpur: প্রথাগত শিক্ষা ও পেশাগত জ্ঞানার্জনের মউ স্বাক্ষর খড়গপুর আইআইটি'র সঙ্গে এনইউজেএস'র - মউ গবেষণা

NUJS signs MoU with IIT Kharagpur: খড়গপুর আইআইটি ও পশ্চিমবঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেস-এর সঙ্গে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে অধ্যয়ন এবং গবেষণার ক্ষেত্রগুলি চিহ্নিত করে বহুবিভাগীয় ডোমেনে জ্ঞান ও সাহিত্যে অবদান রাখার জন্য বিভিন্ন কোর্সের জন্য যৌথ একাডেমিক প্রোগ্রাম এবং ফ্যাকাল্টির সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে পেটেন্ট অধিকার, কপিরাইট এবং উন্নত বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়গুলিও।

Etv Bharat
মউ স্বাক্ষর খড়গপুর আইআইটি'র সঙ্গে এনইউজিএস'র

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 10:52 PM IST

Updated : Sep 6, 2023, 12:02 PM IST

খড়গপুর, 2 সেপ্টেম্বর: খড়্গপুর আইআইটি এবং পশ্চিমবঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সের মধ্যে হল মউ স্বাক্ষর। মূলত প্রথাগত শিক্ষা ও পেশাগত জ্ঞানার্জনের মেল বন্ধনে এই মউ গবেষণা ও পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা দিবে বলে অভিমত অধ্যাপক ও ডিরেক্টরদের। থাকছে ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সও।

খড়গপুর আইআইটি ও পশ্চিমবঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেস-এর সঙ্গে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে অধ্যয়ন এবং গবেষণার ক্ষেত্রগুলি চিহ্নিত করে বহুবিভাগীয় ডোমেনে জ্ঞান ও সাহিত্যে অবদান রাখার জন্য বিভিন্ন কোর্সের জন্য যৌথ অ্যাকাডেমিক প্রোগ্রাম এবং ফ্যাকাল্টির সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে পেটেন্ট অধিকার, কপিরাইট এবং উন্নত বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়গুলিও। এই স্মরণীয় মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেসের ভাইস-চ্যান্সেলর নির্মল কান্তি চক্রবর্তী ও আইআইটি ডিরেক্টর অধ্যাপক ভিকে তেওয়ারির উপস্থিতিতে এই মউ চুক্তি হয় রাজীব গান্ধি স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি'ল, ডিন প্রফেসর দীপা দুবে, অ্যাসোসিয়েট ডিন প্রফেসর দেবাশীষ চক্রবর্তী, ক্যাপ্টেন অমিত জৈন, আইআইটি খড়গপুরের রেজিস্ট্রার সহ এনইউজেসি-এর সিনিয়র অধ্যাপকদের মধ্যে। এই চুক্তির ফলে এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাডেমিক আদান-প্রদান ছাড়াও, প্রতিষ্ঠানগুলির মধ্যে আইন, বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি এবং সুযোগ-সুবিধা সম্পর্কিত সার্টিফিকেট, ডিপ্লোমা কোর্স এবং ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের।

এই বিষয়ে আইআইটি ডিরেক্টর প্রফেসর তেওয়ারি বলেন, "এনইপি 2020-এ উল্লিখিত যে, আমাদের শিক্ষার্থীদের বহু-বিষয়ক এবং ট্রান্সডিসিপ্লিনারি বিকাশের লাইনে, এই অ্যাকাডেমিক আদান-প্রদান প্রকৃতপক্ষে অনুবাদমূলক গবেষণা ডোমেন তৈরি করতে উপকারী হবে। যা আইন এবং প্রযুক্তি উভয়কেই অন্তর্ভুক্ত করে।" তিনি আরও বলেন, "এনআইআরএফ র‍্যাঙ্কিং 2023 অনুযায়ী আমাদের আইন স্কুল ভারতের সেরা 10টির মধ্যে স্বীকৃত হয়েছে। আমরা আশা করি উভয় ডোমেনের পারস্পরিক অভিসারী ক্ষেত্রগুলিতে শ্রেষ্ঠত্বের বৃহত্তর পরিপ্রেক্ষিতে আইনের সাথে প্রযুক্তিগত অধ্যয়নগুলিকে একত্রিত করবে।"
আরও পড়ুন: উপাচার্যের ভূমিকা পালন করে পড়ুয়াদের উপকারই করছেন রাজ্যপাল, মত প্রাক্তন রাজ্যপালের
এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেস ভাইস-চ্যান্সেলর নির্মল কান্তি চক্রবর্তী বলেন, "আইআইটি খড়গপুর এবং ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সের মধ্যে যে সমঝোতা স্মারকটি মউ সাক্ষর করা হলো তা আমাদেরকে আইন ও প্রযুক্তির সঙ্গে অ্যাকাডেমিক সহযোগিতা এবং গবেষণা করার একটি নতুন সুযোগ দেবে ৷ যা আইনের ইন্টারফেসগুলির সঙ্গেও জড়িত। উভয় প্রতিষ্ঠানের সিস্টেমগুলি আমাদের মানব সম্পদের পাশাপাশি অ্যাকাডেমিক সম্পদ বিনিময়ের মাধ্যমে বৃদ্ধি পাবে, যার ফলে এনইপি 2020 এর উদ্দেশ্যগুলি পূরণ করার চেষ্টা করা হবে। আমরা এই মাসের মধ্যেই কিছু রোড ম্যাপ তৈরিতে আমাদের সহযোগিতা শুরু করব।"

Last Updated : Sep 6, 2023, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details