কলকাতা, 16 জুন : কিছুটা হলেও ষষ্ঠদিনে হালকা মনে হচ্ছে বাতাস । রাজ্যের স্বাস্থ্য জট খোলার দরজা প্রাথমিকভাবে খুলছে বলে মনে করা হচ্ছে । কারণ, একদিকে সরকার পক্ষের কিছুটা হলেও নমনীয় মনোভাব প্রাকাশ্যে আসছে । অন্যদিকে, আলোচনার ব্যাপারে কিছুটা হলেও ইতিবাচক বলে মনে হচ্ছে জুনিয়র ডাক্তারদের ।
আজ বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের কার্যনির্বাহী কমিটির বৈঠক বসেছিল । সেখানে উপস্থিত হতে দেখা যায় স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রকে । সূত্রের খবর, সেই বৈঠকে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়টি নিয়ে কথা হয় । তবে, কবে-কোথায় বৈঠক হবে সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এখনও । নবান্ন বা রাজভবন কোথাও বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে ।