কলকাতা, 1 জুলাই : NRS হাসপাতালে জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনায় জামিন পেল পাঁচজনই । মাত্র 20 দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন জামিন মেলায় স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ।
গত ১০ জুন বিকেলে NRS হাসপাতালে মৃত্যু হয় মহম্মদ শাহিদ নামে এক রোগীর । চিকিৎসায় গাফিলতিতে তিনি মারা গেছেন এই অভিযোগ তুলে হাসপাতালে হামলা চালায় মৃতের পরিবার পরিজন । জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়কে মারধরও করা হয় । চোট পেয়ে হাসপাতালে ভরতি হন পরিবহ । দোষীদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতির ডাক দেন জুনিয়র ডাক্তাররা । আটদিন কর্মবিরতি চলার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠকে বসেন তাঁরা । ঘণ্টা দেড়েক আলোচনার পর কর্মবিরতি তুলে নেওয়া হয় ।