পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেশের মানুষকে জোট বাঁধার বার্তা সূর্যকান্তের - Nrc

CAA ও NRC নিয়ে সাধারণতন্ত্র দিবসের দিন আবারও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ সূর্যকান্ত মিশ্রর ৷

p
ছবি

By

Published : Jan 26, 2020, 11:57 PM IST

কলকাতা, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের দিন আবারও NRC এবং CAA -এর প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর ৷ রবিবার ঢাকুরিয়ার এক পথসভায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে একযোগে আক্রমণ করে দেশের মানুষকে জোট বাঁধতে বলেন তিনি ৷ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে শায়েস্তা করতে গেলে মানুষের ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন বলেও জানান তিনি ।

সংবিধান রক্ষার শপথ অনুষ্ঠানে CPI(M) ও কংগ্রেস সহ 17 টি বাম দল ও সহযোগী দলসমূহের যৌথ কর্মসূচিতে ছিলেন কবি মন্দাক্রান্তা সেনও । এর আগে যে কথা সূর্যকান্ত মিশ্র একাধিকবার বলেছেন, আজও সেই কথার পুনরাবৃত্তি করেন তিনি । নাগরিকত্ব সংশোধনী আইন বা কেন্দ্রীয় বিলের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ৷ তার পাশাপাশি কাউকে কোনও কাগজ না দেখানোর পরামর্শ দিয়েছেন তিনি ।

CAA-র বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান সূর্যকান্তর

ঢাকুরিয়ায় দু'ঘণ্টার বিক্ষোভ অবস্থানে কেন্দ্র এবং রাজ্যের সরকারকে সতর্ক করে তিনি বলেন , "আমদের জাতীয় সংগীতে উল্লেখ আছে যেখানে কোনও ভেদাভেদ থাকবে না, জাতিভেদ থাকবে না ৷ যেখানে সমস্ত সংস্কৃতির মিলনক্ষেত্র হবে ৷ তাই যারা এই সব হিন্দু-মুসলমান তত্ত্ব আবিষ্কার করেছিলেন তারা মূলত RSS সংঘের ৷ "

আগামী নির্বাচনগুলিতে দেশের মানুষ নতুন জনাদেশ দেবেন । কেবলমাত্র গায়ের জোরে এবং সংখ্যাধিক্যের জেরে রাজ্য এবং দেশের সরকার মানুষকে বিভ্রান্ত করছে বলেও সূর্যবাবুর অভিযোগ । বর্তমানে সংবিধান আক্রান্ত, আক্রান্ত মানুষের অধিকার বলেও অভিযোগ করেন CPI(M)-এর রাজ্য সম্পাদক ৷

ABOUT THE AUTHOR

...view details