কলকাতা, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের দিন আবারও NRC এবং CAA -এর প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর ৷ রবিবার ঢাকুরিয়ার এক পথসভায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে একযোগে আক্রমণ করে দেশের মানুষকে জোট বাঁধতে বলেন তিনি ৷ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে শায়েস্তা করতে গেলে মানুষের ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন বলেও জানান তিনি ।
সংবিধান রক্ষার শপথ অনুষ্ঠানে CPI(M) ও কংগ্রেস সহ 17 টি বাম দল ও সহযোগী দলসমূহের যৌথ কর্মসূচিতে ছিলেন কবি মন্দাক্রান্তা সেনও । এর আগে যে কথা সূর্যকান্ত মিশ্র একাধিকবার বলেছেন, আজও সেই কথার পুনরাবৃত্তি করেন তিনি । নাগরিকত্ব সংশোধনী আইন বা কেন্দ্রীয় বিলের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ৷ তার পাশাপাশি কাউকে কোনও কাগজ না দেখানোর পরামর্শ দিয়েছেন তিনি ।