কলকাতা, 24 জুন : জেলায় জেলায় চলছে বিক্ষোভ। আঁচ পড়েছে কলকাতাতেও । এরই মাঝে প্রশাসনকে আরো কড়া হতে নির্দেশ দিল নবান্ন । রাজ্যের ADG আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং জানিয়ে দিলেন সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে কাটমানি সংক্রান্ত অভিযোগ এলে নির্দিষ্ট ধারায় মামলা করতে।
গত সপ্তাহে নজরুল মঞ্চে কাউন্সিলরদের সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, "কাটমানি যারা নিয়েছ, তারা ফেরত দিয়ে দাও । তোমাদের জন্য আমাদের বদনাম হয় ।" এরপরেই শুরু হয় বিক্ষোভ। যার শুরুটা হয়েছিল বীরভূমের ইলামবাজার থেকে । তারপর তা ছড়িয়ে পড়ে জেলায় জেলায় । অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে তৃণমূলের শীর্ষ নেতাদের অনেককে বিবৃতি দিতে হয়, "আমাদের বেশিরভাগ নেতাকর্মী সৎ। এক শতাংশ কর্মী অসৎ। সামান্য যারা দুর্নীতি করছেন, হয় তাঁরা অন্য দল থেকে এসেছেন, নয় তাঁদের পিছনে BJP-র মদত আছে।"