পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৃষ্টি ভিলেন হয়ে উঠেছে কুমোর পাড়ায় - Now Rain is becoming the main villain of spoil the Durgapuja, artist and Pandal Associations are in trouble

ঢাকে কাঠি পড়ে গেছে । কুমোরপাড়ায় চরম ব্যস্ততা । শিল্পীরা তুলির টানে ব্যস্ত । তবে, লাগাতার বৃষ্টিতে ক্ষতি হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি । বৃষ্টিতে অনেক প্রতিমার রঙ ধুয়ে গেছে, ভিজে গেছে প্রতিমার বিভিন্ন অংশও । সমস্যায় মৃৎ শিল্পীরা ।

ছবিটি প্রতীকী

By

Published : Sep 29, 2019, 3:18 PM IST

Updated : Sep 29, 2019, 3:25 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : বৃষ্টিই এখন মহিষাসুর কুমোরটুলির মৃৎ শিল্পীদের কাছে ।

ঢাকে কাঠি পড়ে গেছে । কুমোরপাড়ায় চরম ব্যস্ততা । শিল্পীরা তুলির টানে ব্যস্ত । ইতিমধ্যেই কিছু কিছু প্রতিমা যেতে শুরু করেছে প্যান্ডেলে । কিন্তু, অবিরাম বৃষ্টি সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে প্রতিমা শিল্পীদের কাছে । জায়গার অভাবে রাস্তায় উপরই বড় প্রতিমা তৈরি করতে হয় মৃৎ শিল্পীদের । লাগাতার বৃষ্টিতে ক্ষতি হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি । বৃষ্টিতে অনেক প্রতিমার রঙ ধুয়ে গেছে, ভিজে গেছে প্রতিমার বিভিন্ন অংশও ।

আর এতেই মাথায় হাত পড়েছে শিল্পীদের । কীভাবে সময় মতো উদ্যোক্তাদের হাতে প্রতিমা তুলে দেবেন তা নিয়েই চিন্তায় শিল্পীরা । পুজোর বাকি মাত্র আর ক'দিন বাকি, এখন অনেক কাজ বাকি আছে । এখানেই এই বৃষ্টি আরও সমস্যা তৈরি করছে । বৃষ্টির জন্য পুজো উদ্যোক্তারা প্রতিমা নিয়ে যেতে পারছে না । রাস্তার ধারে প্লাস্টিক জড়িয়ে রাখতে হচ্ছে প্রতিমা । বৃষ্টিতে রাস্তায় রাখা প্রতিমার হচ্ছে । কখনও রঙ ধুয়ে যাচ্ছে, কখনও প্রতিমা গলে যাচ্ছে বৃষ্টির জলে । শিল্পীরা জানাচ্ছেন, প্লাস্টিক এখন একমাত্র ভরসা । অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করতে কুমোরটুলির শিল্পীদের । শেষ মুহূর্তে অনেক কাজ বাকি । অসম্পূর্ণ কাজ শেষ করবেন নাকি তৈরি হয়ে যাওয়া তৈরি প্রতিমাকে রক্ষা করবেন-- এটাই এখন বড় চিন্তা ৷

রাত জেগে নিজেদের তৈরি ক‍রা প্রতিমা রক্ষা করছেন শিল্পীরা । এতদিন যারা প্রতিমা নিয়ে যেতে পারেননি আজ তাঁরা প্লাস্টিককে জড়িয়ে কিছু কিছু করে প্রতিমা নিয়ে যাচ্ছেন ।

Last Updated : Sep 29, 2019, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details