পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বই পড়ুন, সিনেমাও দেখুন ; কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি আনছে ফিল্ম কর্নার - Film Corner in Central Library

শুধু বইতেই সীমাবদ্ধ থাকবে না 160 বছরের ঐতিহ্যবাহী গ্রন্থাগার । এখন সিনেমাও দেখা যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সেন্ট্রাল লাইব্রেরিতে ।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি

By

Published : Sep 10, 2019, 5:57 AM IST

Updated : Sep 10, 2019, 3:56 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : 160 বছরের ঐতিহ্যবাহী গ্রন্থাগার । আপনার জানার ইচ্ছে পূরণ করতে পারে এমন সব বইয়ের সন্ধান পাওয়া যায় এখানে । কিন্তু এখন থেকে এই গ্রন্থাগারে শুধু আর বই পড়া নয় সিনেমাও দেখা যাবে । সাধারণের জন্য এই ব্যবস্থা করা হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে। নাম রাখা হয়েছে 'ফিল্ম কর্নার' । নতুন, পুরোনো, বিদেশি, ভারতীয় ও আঞ্চলিক ভাষার বইয়ের সংগ্রহের সঙ্গে এবার থেকে থাকবে নির্বাচিত কিছু সিনেমার ডিভিডি । যা দেখানোর জন্য তৈরি করা হয়েছে একটি আলাদা ঘর । স্বাভাবিকভাবেই বইয়ের সংগ্রহের সঙ্গে এই ফিল্ম কর্নার পাঠকদের আরও বেশি আকর্ষিত করবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সিনেমা সংক্রান্ত নতুন বইয়ের সংগ্রহ

হঠাৎ কেন এই ফিল্ম কর্নার ? কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান সৌমিত্র সরকার বলেন, "সারা পৃথিবী থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিজ়িটার ও স্কলাররা আসেন । শুধু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নয় সারা দেশের পড়ুয়া আসেন আমাদের লাইব্রেরিতে । সাতদিনের মধ্যে পাঁচদিন তাঁদের জন্য লাইব্রেরি খোলা থাকে । পরে সরকারের তরফে প্রস্তাব দেওয়া হল শুধু পড়ুয়া নয় সাধারণের জন্য খুলে দিতে হবে সেন্ট্রাল লাইব্রেরির দরজা । তখন আমরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলি । বিশ্ববিদ্যালয় সম্মতি দেয় । আমাদের লাইব্রেরি ভারতবর্ষে সর্ববৃহৎ । 11 তলার সেন্ট্রাল লাইব্রেরি । 8টা ক্যাম্পাসে লাইব্রেরি আছে । আবার বিভিন্ন বিভাগের আলাদা লাইব্রেরি আছে । কিছু বিভাগের লাইব্রেরিতে এমন কিছু বইয়ের সংগ্রহ আছে যা অন্য কোনও প্রতিষ্ঠানে নেই । যেমন, আইন বিভাগের লাইব্রেরিতে ৮০-৯০ হাজারের মতো কালেকশন আছে । সেগুলো সবাই আসে ও দেখে । তখনই আমরা ডিজিটাল ও ট্রাডিশনালের মিলন ঘটাতে ফিল্ম কর্নার ব্যবস্থা করার কথা চিন্তাভাবনা করি । সেইমতো সরকারের কাছে প্রস্তাব পাঠাই ।"

সেন্ট্রাল লাইব্রেরিতে পাওয়া যাবে সিনেমার বই

ফিল্ম কর্নারে ঠিক কত সংখ্যক বই সংগ্রহে রাখা হচ্ছে জানতে চাওয়া হলে সৌমিত্রবাবু বলেন, "এই মুহূর্তে সবমিলিয়ে 60 হাজার বই কেনা হয়েছে । তার মধ্যে 2 হাজারের বেশি ফিল্মের বই । "এছাড়াও আমির খান, শাহরুখ খান, উত্তমকুমার, সুচিত্রা সেনের মতো ব্যক্তিত্বদের উপর লেখা বই কেনা হয়েছে । আর এই বইয়ের সংগ্রহের সঙ্গে থাকছে সিনেমার DVD-র সংগ্রহ । তিনি আরও বলেন, "১ হাজারের মতো সিনেমা সংগ্রহ রাখা হবে । তাতে বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু সহ বিভিন্ন বিদেশি ভাষায় তৈরি ক্লাসিক ও পুরস্কার প্রাপ্ত সিনেমা থাকবে । সিনেমাগুলির নির্বাচন প্রাথমিকভাবে সবাই মিলেই করছি । পরে রিডারদের মতামত নেব । সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট ও বিভিন্ন জায়গা থেকে সিনেমার ক্যাটালগ আনাচ্ছি । আমাদের নিজস্বও কিছু সংগ্রহ রয়েছে । পরবর্তীকালে এই সংগ্রহ আরও বাড়ানো হবে । সকলে বিনামূল্যে এই পরিষেবা নিতে পারবে ।"

লাইব্রেরিতে পাওয়া যাবে বিভিন্ন ভাষার সিনেমার বই

লাইব্রেরিতে সিনেমা দেখার প্রক্রিয়া নিয়ে সৌমিত্রবাবু বলেন, "কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে । এই সময়ের মধ্যে সিনেমা দেখানোর ব্যবস্থা থাকবে । যিনি সিনেমা দেখতে ইচ্ছুক তিনি এসে লাইব্রেরিতে আমাদের কর্মীকে জানাবেন । সঙ্গে সঙ্গে সিনেমাটি চালিয়ে দেওয়া হবে ।" কিন্তু একইসময়ে যদি দু'জন এসে সিনেমা দেখতে চান তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা কী হবে ? এবিষয়ে সৌমিত্র সরকার বলেন, "তিনি রিক্যুইজিশন দিয়ে যেতেই পারেন । ডিমান্ড নেওয়া হবে । বুকিং করা হবে ।" বর্তমানে সিনেমা দেখার জন্য তৈরি ঘরটিতে একসঙ্গে 12 জন মিলে একটি সিনেমা দেখার ব্যবস্থা করা হয়েছে । ছোটো গ্যালারির আদলে এই ঘরটি তৈরির ভাবনাচিন্তা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ।

শুধু সিনেমা নয় । আরও বিভিন্ন বিষয়ের কর্নার করা হচ্ছে এই সেন্ট্রাল লাইব্রেরিতে । বইগুলিকে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়া হবে । এর মধ্যে অনেক বই আগে থেকে ছিল । আর অনেক বই নতুন কেনা হচ্ছে । আগে থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ের কর্নার রয়েছে । আলিপুর ক্যাম্পাসে রয়েছে থাই কর্নার, অন্য একটি লাইব্রেরিতে আছে চাইনিজ় কর্নার, সেন্ট্রাল লাইব্রেরিতে রয়েছে ফরেন পলিসি স্টাডিজ় ও আইনের সংগ্রহ । আর এখন সেন্ট্রাল লাইব্রেরিতে তৈরি করা হচ্ছে স্পোর্টস কর্নার, উইমেন্স কর্নার, অ্যাংলো ইন্ডিয়ান কর্নার, কেরিয়ার গাইডেন্স, কম্পিটিটিভ এগজ়ামের মতো বিভিন্ন বিষয়ের আলাদা কর্নার । নতুন বইগুলি শুধু সেন্ট্রাল লাইব্রেরির জন্য নয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্যাম্পাসের লাইব্রেরিগুলির জন্যও এক কপি করে কেনা হয়েছে ।

লাইব্রেরিতে পাওয়া যাবে সিনেমা সংক্রান্ত নতুন নতুন DVD

পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার বিভাগ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়কে 5 কোটি টাকার অনুদান দেওয়া হয়েছিল । এই অনুদানের পিছনে প্রধান শর্ত ছিল ১২ লাখ বই সমৃদ্ধ এই গ্রন্থাগারটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে । সেই শর্তে কলকাতা বিশ্ববিদ্যালয় রাজি হওয়ায় ইতিমধ্যেই 2 কোটি টাকা দিয়েছে গ্রন্থাগার বিভাগ । গ্রন্থাগার সকলের জন্য উন্মুক্ত করার পর বাকি 3 কোটি টাকা বিশ্ববিদ্যালয় পাবে । উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই সেন্ট্রাল লাইব্রেরি সাধারণের জন্য খুলে দেওয়া হবে । কিন্তু এখনও কিছু কাজ বাকি আছে । এই কাজ সম্পূর্ণ হতে আরও এক থেকে দেড় মাস সময় লাগবে । সেটা সম্পূর্ণ হয়ে গেলেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির দরজা।

Last Updated : Sep 10, 2019, 3:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details