পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"কাজ নয়, এই মুহূর্তে বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে ভাবছে মেট্রোরেল" - Metro Rail

এই মুহূর্তে কাজ নিয়ে KMRCL ভাবছে না । আমরা এখন ওখানকার বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার কথা ভাবছি । বললেন, "KMRCL-র চিফ ইঞ্জিনিয়র বিশ্বনাথ দিওয়ানজি ।"

ফাইল ফোটো

By

Published : Sep 3, 2019, 3:24 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে৷ তার জেরে বৌবাজারে ধস নেমেছে 18 টি বাড়িতে ৷ KMRCL(কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড)-এর তরফে জানানো হয়েছে সয়েল টেস্টিং ঠিকঠাকই হয়েছিল । তবে জলের তোড়ে টানেলে বোরিং মেশিন কাজ করেনি । এবিষয়ে KMRCL-র চিফ ইঞ্জিনিয়র বিশ্বনাথ দিওয়ানজি বলেন, "কাজ কীভাবে এগোবে তা নিয়ে ভাবছি না । এই মুহূর্তে বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া নিয়ে চিন্তা-ভাবনা করছি ।

শনিবার রাত থেকে বউবাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা দেয় । ধসে পড়ে কয়েকটি বাড়ি । আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । বিশ্বনাথ দিওয়ানজি বলেন, "শনিবার থেকে এখনও পর্যন্ত আমরা গ্রাউটিং-এর কাজ চালিয়ে যাচ্ছি । এখনও পর্যন্ত কয়েকটি জায়গা থেকে কাদা জল বেরোচ্ছে । বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে । তাঁরা তাঁদের রিপোর্টও দিয়েছেন । যেখানে যেখানে নরম মাটি রয়েছে, সেই সব জায়গায় যাতে কোনও সমস্যা না দেখা দেয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।"

এই সংক্রান্ত খবর :বউবাজারে ভেঙে পড়ল আরও একটি বাড়ি

বিশ্বনাথ দিওয়ানজি বলেন, "মাটি পরীক্ষার সময় ওই এলাকায় ভূগর্ভস্থ জলস্তরের সন্ধান মিলেছিল । তাই বাড়ির মালিকদের সতর্ক করা হয়েছিল । কিছু বাড়ি খালিও করে দেওয়া হয়েছিল । রবিবারের ঘটনাটা আকস্মিক । সেদিনের টানেল বোরিং মেশিনে যান্ত্রিক গোলযোগ ছিল না । প্রচণ্ড জলের চাপে শেষ মুহূর্তে টানেল বোরিং মেশিনের এই ধরণের দুর্ঘটনা এড়ানোর জন্য যে প্রযুক্তি থাকে তা বিকল হয়ে পড়ে । আপদকালীন পরিস্থিতি এড়ানোর জন্য যে ব্যবস্থা এই মেশিনে থাকে, তা কাজ করেনি ।
"

এই সংক্রান্ত খবর :মেট্রোর কাজে বাড়িতে ধস, কাল নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

ভবিষ্যতে মেট্রো রেল কোন পথে এগোবে, তা নিয়ে চিফ ইঞ্জিনিয়র বলেন, "এই মুহূর্তে কাজ নিয়ে KMRCL ভাবছে না । আমরা ওখানকার বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার কথা ভাবছি । তবে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি । তাঁদের মতামত নিয়ে এবং আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করেই তারপর ভবিষ্যতে কোন পথে কাজ এগোবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।"

এই সংক্রান্ত খবর :"হোটেলের আরাম দরকার নেই, বাড়িতে থাকার ব্যবস্থা করুন" বলছে বউবাজারের ক্ষতিগ্রস্তরা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details