পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চ্যালেঞ্জ দিয়ে লাভ নেই, সরকারকে এবার কঠোর হতেই হবে : পার্থ - Education Minister Partha Chatterjee

পার্শ্বশিক্ষকদের আন্দোলন আজ 23 দিনে পড়ল । অথচ এখনও অনড় মনোভাব পোষণ করে রয়েছে সরকার । রাজ্যের শিক্ষা দপ্তর যে কোনও ভাবেই আন্দোলনের কাছে মাথা নোয়াবে না তা আজ শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট । পার্শ্বশিক্ষকদের আন্দোলনের পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও ইঙ্গিত দেন পার্থ চট্টোপাধ্যায় ।

it's time to tough with the Para teachers Partha Chatterjee
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Dec 5, 2019, 7:29 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: পার্শ্বশিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে এবারে কঠোর হতে চলেছে রাজ্য সরকার । আজ নাকতলার বাড়িতে বসে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আলোচনার পথ খোলা রেখেছি । এটা কী ধরনের ব্যাপার, প্রত্যেক বার আসুন । প্রত্যেক বার ওঠান । এটা ঠিক নয় । আমি আবেদন করতে পারি । আবেদনও করেছি । সরকারকে এবার কঠোর হতেই হবে । এসব চ্যালেঞ্জ দিয়ে লাভ নেই ।"

পার্শ্বশিক্ষকদের আন্দোলন আজ 23 দিনে পড়ল । চলছে অনশন কর্মসূচিও । অনশন করতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে । তবু এখনও অনড় মনোভাব পোষণ করে রয়েছে সরকার । রাজ্যের শিক্ষা দপ্তর যে কোন ভাবেই আন্দোলনের কাছে মাথা নোয়াবে না, তা আজ শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট । রীতিমতো ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বললেন, "আমি কি হেড দারোয়ান আছি । ওদের গিয়ে কী বলব ৷ আলোচনার পথ খোলা রেখেছি । এটা কী ধরনের ব্যাপার, প্রত্যেক বার আসুন । প্রত্যেক বার ওঠান । এটা ঠিক নয় । আমি আবেদন করতে পারি । আবেদনও করেছি । সরকারকে এবার কঠোর হতেই হবে । এসব চ্যালেঞ্জ দিয়ে লাভ নেই ।"
পার্শ্বশিক্ষকদের আন্দোলনের পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে আজ ইঙ্গিত দেন পার্থ চট্টোপাধ্যায় ।

ভিডিয়োয় দেখুন শিক্ষামন্ত্রীর বক্তব্য

এ প্রসঙ্গে তিনি বলেন, "অদ্ভুত ব্যাপার । শিক্ষক সংগঠনের মধ্যে শ্রমিক সংগঠন ঢুকে গেছে । যে যেমন পারছে তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে মঞ্চে অবতীর্ণ হচ্ছে । সকলের (পার্শ্বশিক্ষকদের) কাছে শুভবুদ্ধি কামনা করে বলছি তথ্য নিয়ে আমাদের সঙ্গে দেখা করে বোঝান, আপনারা যা বলছেন তা সঠিক । আপনারা যে সকলে প্রজেক্টের মধ্যে এসেছিলেন সেটা জণগনকে বলুন ।"

ABOUT THE AUTHOR

...view details