কলকাতা, 1 জুলাই: দীর্ঘ দিন ধরে বহু শূন্যপদ থাকলেও নতুন নিয়োগ নেই । ফলে সঠিক নজরদারির অভাবে পরিষেবায় খামতি তৈরি হচ্ছিল । বিরোধীরা বহু দিন ধরেই এই অভিযোগ করে এসেছে । কর্মী অপ্রতুলতার জেরে নজরদারির অভাবে হরিদেবপুরকাণ্ডে কিশোরের মৃত্যুর দুর্ঘটনা ঘটল । এই ঘটনার দায় কার ?
এই নিয়ে কর্তৃপক্ষ ও কর্মী দুই পক্ষের চরম চাপানউতোর । শেষে এবার তড়িঘড়ি এসএই’র বহু শূন্যপদে নিয়োগ করতে চলেছে পৌরনিগম(Notification issued for appointment in several department in kmc)। আলো, পূর্ত এবং মেকানিক্যাল বিভাগে 62 জন এসএই নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পৌর আলোক বিভাগে 7, পূর্ত বিভাগে 42 এবং মেকানিক্যাল বিভাগে 13 জন স্থায়ী এসএই নেওয়া হবে । আগামী 7 জুলাই থেকে 6 অগস্ট আবেদনপত্র জমা নেওয়া হবে ।
আরও পড়ুন :হরিদেবপুরকাণ্ডে এসএই-কে 'সাসপেন্ড', তা নিয়ে বিক্ষোভ পৌর ইঞ্জিনিয়ারদের
তবে এই নিয়োগের দিনক্ষণ নিয়ে উঠেছে প্রশ্ন । নিয়োগের সিলমোহর দেওয়া হয়েছে গত 26 এপ্রিল । দু’মাস পর জারি হয়েছে নির্দেশিকা । কিন্তু কেন দু'মাস অপেক্ষা ? সদুত্তর নেই কর্তৃপক্ষের কাছে । কর্তৃপক্ষকের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধীরা । বিরোধী কাউন্সিলরদের দাবি, নিচুতলায় ঠিকমতো কাজ করার লোকের অভাব আছে । যার ফলস্বরূপ নজরদারির অভাবে একটা কিশোর মারা গেল । তারপর পুর কর্তৃপক্ষের টনক নড়ল ।
কলকাতা পৌরনিগমে নিয়োগের বিজ্ঞপ্তি উল্লেখ্য, সম্প্রতি হরিদেবপুরে জমা জলে থাকা বাতিস্তম্ভ ছুঁয়ে তড়িদাহত হয়ে নীতিশ যাদব নামে এক কিশোরের মৃত্যু হয় । বিএসএনএলের অকেজো পোস্টে লাগানো হয়েছিল পৌরনিগমের আলো । সঠিক নজরদারির অভাবে এই ঘটে ঘটনা । ওই ওয়ার্ডের এসএইকে বরখাস্তও করা হয় । তার বিরুদ্ধে বৃহস্পতিবার ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে বামেদের ইঞ্জিনিয়ার সংগঠন । তাঁরা অভিযোগ করেছিল, নিচু তলায় বহু পদে কর্মী নেই । তাই সঠিক নজরদারির অভাবে এই ঘটনা ঘটেছে । কর্তৃপক্ষ নিজেদের গাফিলতি দেখুক । তারপরপরই এই বিজ্ঞপ্তি জারি হল ।
আরও পড়ুন :বিনামূল্য়ে করা যাবে ক্যানসার নির্ণয়ের পরীক্ষা, নয়া পরিষেবা আনছে কলকাতা পৌরনিগম