কলকাতা, ১৮ মার্চ : শুরু হয়ে গেল সপ্তদশ লোকসভা নির্বাচনের মূল প্রক্রিয়া। আজ থেকে শুরু হচ্ছে মনোনয়ন জমা। গেজেট নোটিফিকেশন জারি করে একথা জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রথম দফার নির্বাচন সংক্রান্ত তথ্য :
- মনোনয়ন জমা - ১৮ মার্চ থেকে
- মনোনয়ন জমার শেষ দিন - ২৫ মার্চ
- মনোনয়ন স্ক্রুটিনি - ২৬ মার্চ
- প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন - ২৮ মার্চ
- ভোট গ্রহণ - ১১ এপ্রিল
দ্বিতীয় দফার নির্বাচন সংক্রান্ত তথ্য :
- মনোনয়ন জমা - ১৯ মার্চ
- মনোনয়ন জমার শেষ দিন - ২৬ মার্চ
- মনোনয়ন স্ক্রুটিনি - ২৭ মার্চ
- প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন - ২৯ মার্চ
- ভোট গ্রহণ - ১৮ এপ্রিল
২০১৮ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নকে ঘিরে সংঘর্ষ হয়েছিল। মনোনয়ন জমা দিতে এসে বাধার মুখে পড়েছিলেন প্রার্থীরা। শোনা যাচ্ছিল, পঞ্চায়েতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মনোনয়ন পেশের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে নির্বাচন কমিশন। তবে জানা গেছে, মনোনয়নের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে না। কারণ, লোকসভা নির্বাচনে মনোনয়ন পেশের সময় এর আগে সেভাবে কোনওদিন ঝামেলা হয়নি। এবারও অপ্রীতিকর কিছু হবে না বলেই মনে করছে কমিশন। তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করার সিদ্ধান্ত।