কলকাতা, 12 মে : 10 মে-র মধ্যে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের নির্দেশ থাকলেও মানা হয়নি আদালতের আদেশ ৷ তাই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিস পাঠাচ্ছেন চাকরি প্রার্থীরা । উচ্চ প্রাথমিকে প্রায় কুড়ি হাজার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলছিল 2016 সাল থেকে । কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অস্বচ্ছতা রয়েছে মনে করে 2020 সালের 11 ডিসেম্বর উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে শুরু করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ।
বিচারপতি নির্দেশে জানিয়েছিলেন, 2021 সালের 4 জানুয়ারি থেকে নতুন করে প্রার্থীদের নথিপত্র যাচাই করে 10 মে-র মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে ৷ আট সপ্তাহের মধ্যে মেধাতালিকা এবং 31 জুলাই এর মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । কিন্তু সেই নির্দেশ মানা হয়নি ৷ আজ 12 মে হয়ে গেলেও মেধাতালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন । সেই কারণে বাধ্য হয়ে স্কুল সার্ভিস কমিশনকে আদালত অবমাননার নোটিস পাঠাচ্ছেন চাকরিপ্রার্থীদের আইনজীবী । এ ব্যাপারে মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম জানালেন ,"নিয়ম অনুযায়ী আদালত অবমাননার নোটিস পাঠানোর 7 দিনের মধ্যে আদালতের নির্দেশ অনুযায়ী কাজ না করলে পুনরায় আদালতে আবার এই মামলার শুনানি শুরু হবে ।"