কলকাতা , 14 ডিসেম্বর : বৃহস্পতিবার অর্থাৎ 10 ডিসেম্বর ডায়মন্ডহারবারে সভা করতে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা হয় । এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দিল্লিতে তলব করা হয় রাজ্যের মুখ্যসচিব, আলাপন বন্দোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র-কে । এই হামলার ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য ডেকে পাঠানো হয় । কিন্তু, দু'জনের কেউ সেই ডাকে সারা দেননি । উলটে গত শুক্রবার, মুখ্যসচিব কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে চিঠি পাঠিয়ে দিল্লির বৈঠকে ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি চান ।
এব্যাপারে যথারীতি রাজনৈতিক জলঘোলা হয় বিস্তর । যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মুখ্যসচিব এবং পুলিশের ডিজিকে তলবের মধ্যে অন্যায় বা অসাংবিধানিক কিছু দেখছেন না প্রাক্তন আমলা এবং সংবিধান বিশেষজ্ঞরা ।
প্রাক্তন কেন্দ্রীয় অর্থসচিব এবং ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট সুনীল মিত্র-র মতে, এই তলবের মধ্যে অন্যায় কিছু নেই। একটা ঘটনা ঘটেছে। এটা ঠিক যে আইন-শৃঙ্খলা একান্তই রাজ্যের বিষয় । কিন্তু কোনও ঘটনা ঘটলে কেন্দ্রীয় সরকার রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারকিদের আলোচনার জন্য ডাকতেই পারেন। এর মধ্যে অসাংবিধানিক কিছুই নেই । এটাও ভাবার কিছু নেই যে, দোষারোপ করার জন্যই ডেকে পাঠানো হয়েছে। আলোচনার জন্য তলব আর দোষারোপ এক জিনিস নয় । এর আগেও রাজ্যের আধিকারিকদের ডেকে পাঠানোর নজির আছে । এখন কেন আধিকারিকরা গেলেন না সেটা তাঁরাই বলতে পারবেন।"
আরও পড়ুন , স্বরাষ্ট্রমন্ত্রকের তলব, যাচ্ছেন না মুখ্যসচিব ও ডিজি