পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় এবার নজর পঞ্চায়েত এলাকাতেও

কোরোনা সংক্রমণ রুখতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার ৷ পৌর এলাকাগুলি কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়ার পর থেকেই দেওয়া হচ্ছিল বিশেষ নজর ৷ এবার কোরোনা মোকাবিলায় এবার নজর দেওয়া হবে পঞ্চায়েত এলাকাগুলিতে ৷ ব্লকে ব্লকে তৈরি করা হবে কোয়ারান্টাইন সেন্টার

Nabanna
নবান্ন

By

Published : Apr 4, 2020, 8:38 AM IST

কলকাতা, 4 এপ্রিল: রাজ্যের পৌরসভাগুলির পর কোরোনা মোকাবিলায় এবার নজর দেওয়া হবে পঞ্চায়েত এলাকাগুলিতে। কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে রাজ্যজুড়ে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হল। নবান্ন সূত্রের খবর এমনটাই।

প্রাথমিকভাবে, শহর কলকাতাতেই কোরোনা রোগী চিহ্নিত হয়েছিল। পরে রাজ্যের অন্যান্য পৌর এলাকায় রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে পৌরসভা এলাকাগুলিতে দেওয়া হচ্ছিল বিশেষ নজর। কলকাতা সহ বিভিন্ন পৌর এলাকা স্যানিটাইজ় করার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সম্প্রতি রাজ্যের সব জেলা শাসক এবং স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে মুখ্যমন্ত্রীর কথাতেই বোঝা গেছিল, পঞ্চায়েত এলাকা নিয়েও ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। সেই সূত্রেই ব্লকে ব্লকে কোয়ারানটাইন সেন্টার তৈরি করার কথা বলা হয়।

গতকাল নবান্ন থেকে পঞ্চায়েত সচিব এম ভি রাও সব জেলা শাসককে নির্দেশিকা পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, পঞ্চায়েত এলাকাগুলিকে জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সব রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য রাখতে হবে বিশেষ নজর।

পঞ্চায়েত দপ্তর থেকে বলা হয়েছে, দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষজনকে চাল , ডাল, আলু পৌঁছে দিতে হবে। নজর রাখতে হবে কেউ যাতে অভুক্ত না থাকেন। অন্যদিকে কোরোনা সচেতনতায় পোস্টার লিফলেট-বিলি করার জন্য অনুরোধ করা হয়েছে পঞ্চায়েত আধিকারিকদের। পাশাপাশি প্রত্যেক এলাকায় বিশেষ নজর রাখতে বলা হয়। কোনও ব্যক্তির সংক্রমণের আশঙ্কা তৈরি হলে তৎক্ষণাৎ তাঁকে সরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতেও বলা হয়।

ABOUT THE AUTHOR

...view details