কলকাতা, 4 এপ্রিল: রাজ্যের পৌরসভাগুলির পর কোরোনা মোকাবিলায় এবার নজর দেওয়া হবে পঞ্চায়েত এলাকাগুলিতে। কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে রাজ্যজুড়ে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হল। নবান্ন সূত্রের খবর এমনটাই।
প্রাথমিকভাবে, শহর কলকাতাতেই কোরোনা রোগী চিহ্নিত হয়েছিল। পরে রাজ্যের অন্যান্য পৌর এলাকায় রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে পৌরসভা এলাকাগুলিতে দেওয়া হচ্ছিল বিশেষ নজর। কলকাতা সহ বিভিন্ন পৌর এলাকা স্যানিটাইজ় করার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সম্প্রতি রাজ্যের সব জেলা শাসক এবং স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে মুখ্যমন্ত্রীর কথাতেই বোঝা গেছিল, পঞ্চায়েত এলাকা নিয়েও ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। সেই সূত্রেই ব্লকে ব্লকে কোয়ারানটাইন সেন্টার তৈরি করার কথা বলা হয়।