কলকাতা, 1 জুন: নিয়ম মেনে আজ থেকে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়ার কথা বলেছে রাজ্য সরকার ৷ কিন্তু সরকার অনুমতি দিলেও এখনই মন্দির-মসজিদ খোলার মতো পরিস্থিতি নেই বলেই মনে করছে রাজ্যের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা ৷ সুরক্ষা নির্দেশিকা মেনে ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার আগে সময়ের প্রয়োজন রয়েছে বলে মনে করছে শহরের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ৷
1 জুন থেকে মন্দির-মসজিদ-গির্জা সহ রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলা যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও একসঙ্গে 10 জনের বেশি মানুষকে ঢোকার অনুমতি দেওয়া হবে না ৷ পাশাপাশি বড় কোনও অনুষ্ঠানও করা যাবে না ৷ কিন্তু মন্দির-মসজিদগুলিতে স্যানিটাইজ়েশনের ব্যবস্থা করা ও সরকারের দেওয়া সমস্ত নির্দেশিকা মেনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলার আগে সময়ের প্রয়োজন ৷ এমনটাই মনে করছে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ ৷ মন্দিরের অছি এবং সচিব কুশল চৌধুরি বলেন, "এই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন রয়েছে ৷ কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে সুরক্ষা ব্যবস্থা ৷ তাই মন্দির খোলার আগে সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিশ্চিত করা প্রয়োজন ৷"