কলকাতা, 28 সেপ্টেম্বর : CBI-কে এড়াচ্ছেন না তিনি ৷ কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভীতু নন ৷ গতকাল একথা বলেন BJP নেতা মুকুল রায় ৷ বরং আজ দুপুর তিনটের পর CBI ডাকলে নিজ়াম প্যালেসে যাবেন বলে দাবি করেন তিনি ৷
2014 সালে লোকসভা নির্বাচনের আগে নারদ কাণ্ড সামনে আসে । নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল তৃণমূল নেতা-নেত্রীদের উপর স্টিং অপারেশন চালান । সেখানে একটি কাজ করিয়ে দেওয়ার জন্য টাকা তুলে দেন একাধিক শীর্ষ নেতার হাতে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত) ৷ যোগসূত্র ছিলেন প্রাক্তন পুলিশকর্তা এস এম এইচ মির্জ়া ৷ আর মির্জ়ার কাছে ম্যাথুকে মুকুল পাঠিয়েছিলেন ৷ মির্জ়া ও ম্যাথু দু'জনেই একথা জানিয়েছিলেন ৷ ইতিমধ্যে বৃহস্পতিবার মির্জ়াকে গ্রেপ্তার করে CBI ৷ আদালতে তোলা হলে সোমবার (30 সেপ্টেম্বর) পর্যন্ত CBI-এর হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷ এরপরই মুকুলকে ডেকে পাঠায় CBI ৷
এই সংক্রান্ত আরও খবর :মুকুলকে তলব CBI-এর, বসানো হবে মির্জ়ার সামনে ?
যদিও পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণ দর্শিয়ে গতকাল হাজিরা দেননি মুকুল ৷ এরপরই একাধিক মহলে প্রশ্ন ওঠে, তাহলে কি CBI-কে এড়াচ্ছেন মুকুল ? এপ্রসঙ্গে গতকাল মুকুল বলেন, "আমি মমতার মতো ভীতু নযই । CBI-কে চিঠি পাঠিয়েছি । (আজ) দুপুর তিনটের পর যে কোনও সময় CBI ডাকলে যাব । CBI যখনই ডাকবে তখনই তদন্তে সহযোগিতা করব ৷ এটা আমার অঙ্গীকার । একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এটা বলছি ৷" কিন্তু, তার আগে যাবেন না কেন ? এনিয়ে BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক বলেন, "তিনটে পর্যন্ত মহালয়ার তর্পণ আছে । আমিও তর্পণ করব । এছাড়া আমাদের দলের শহিদ পরিবারের তর্পণ কর্মসূচিতে থাকব । " এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মুকুল বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায় নই যে পালিয়ে যাচ্ছি । মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন, CBI-কে অসহযোগিতা কর ।"
এই সংক্রান্ত আরও খবর :আজ CBI দপ্তরে হাজিরা দিতে পারবেন না, সময় চাইলেন মুকুল