কলকাতা, 22 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) কুন্তল ঘোষকে জেরা করে সিবিআইয়ের গোয়েন্দারা (CBI scanner) জানতে পেরেছেন, এই গোটা চক্রান্তে গোপাল দলপতির স্ত্রীর অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা গিয়েছিল । এই টাকা সরাসরি এসেছিল উত্তরবঙ্গের এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের থেকে (North Bengal Political Influencer)।
সিবিআই দফতরে যাননি গোপাল দলপতি: তদন্তে নেমে সিবিআইয়ের গোয়েন্দারা প্রাথমিকভাবে অনুমান করছেন যে, এই টাকা নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত । ফলে আজ যাবতীয় নথিপত্র সমেত গোপাল দলপতিকে কলকাতা নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু হাজিরা দেওয়ার নির্ধারিত সময়ে বহুক্ষণ অতিক্রান্ত হয়ে গেলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সিবিআই দফতরে এসে পৌঁছননি গোপাল দলপতি ।
দিল্লিতে সদর দফতরে কথা সিবিআইয়ের: ইতিমধ্যেই দিল্লির সদর দফতরের সঙ্গে কথা বলছেন সিবিআইয়ের গোয়েন্দারা । সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় গোপাল দলপতি যে কোটি কোটি টাকার লেনদেন করতেন, তা সমস্ত কিছু দেখভালের দায়িত্ব ছিল তাঁর স্ত্রীর উপর ।
গোপাল দলপতির স্ত্রীর সংস্থার অফিস মুম্বইয়ে: তদন্তে নেমে সিবিআইয়ের গোয়েন্দারা প্রথম থেকেই গোপাল দলপতি এবং তাঁর স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের উপর নজর রাখছিলেন । প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন যে, গোপাল দলপতির স্ত্রীর একটি সংস্থা রয়েছে এবং সেই সংস্থার অফিস রয়েছে দক্ষিণ মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে । জানা গিয়েছে, সেখানে তাঁর একটি অ্যাকাউন্টে 61 লক্ষ টাকা জমা পড়েছিল ।