পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরোয়ানা ছাড়াই রাজীবকে গ্রেপ্তার করতে পারে CBI, বলল আদালত - পরোয়ানা ছাড়াই চাইলে রাজীবকে গ্রেপ্তার করতে পারে CBI

রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল না ৷

রাজীব

By

Published : Sep 19, 2019, 9:20 PM IST

Updated : Sep 20, 2019, 8:34 AM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : CBI-এর আর্জি মতো রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল না আলিপুর আদালত । তবে প্রয়োজনে তাঁকে গ্রেপ্তারের পূর্ণ অধিকার CBI-এর রয়েছে বলে জানান বিচারক ৷

আজ সারাদিন ধরেই রাজীবের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির চেষ্টা চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই শুনানির সময় রাজীবকে গ্রেপ্তার করতে আদালতে দাউদের প্রসঙ্গ টানতেও ছাড়েননি CBI-এর আইনজীবী ৷ তাঁকে 'পলাতক' বলেও উল্লেখ করা হয় ৷ রাজীবের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও আনেন CBI-এর আইনজীবী ৷ দু'পক্ষের সওয়াল-জবাবের পর রায়দান স্থগিত রাখেন বিচারক ৷ ইতিমধ্যে রাজীবের বাসভবনে ফের হাজিরার নোটিশ দেয় CBI । একইসঙ্গে রাজীরের খোঁজ চালাতে থাকে তারা ৷ বাইপাসের ধারে একটি হোটেলে তাঁর খোঁজে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা ৷ আলিপুর বডিগার্ড লাইনের IPS কোয়ার্টারেও যায় একটি দল ৷

এরপর রাত 9টা নাগাদ শুরু হয় রায়দান প্রক্রিয়া ৷ সেখানে অতীতের একাধিক মামলার উল্লেখ করেন বিচারক ৷ কিছুক্ষণ পরই CBI-এর আর্জি খারিজ করে দেন তিনি ৷ তবে রাজীবকে কোনও রক্ষাকরচ দেয়নি আদালত ৷ তাঁকে গ্রেপ্তারের পূর্ণ অধিকারও CBI-এর রয়েছে বলে জানায় আদালত ৷ যদি CBI অফিসারদের কোনরকম হেনস্থার মুখে পড়তে হয়, তাহলে তাঁরা আদালতেও আসতে পারেন বলে জানান বিচারক ৷

Last Updated : Sep 20, 2019, 8:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details