পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhijit Vinayak Banerjee: চিকিৎসকদের কেমন হতে হবে ? বই প্রকাশ করে বিশেষ পরামর্শ নোবেলজয়ী অর্থনীতিবিদের - বই প্রকাশ করে চিকিৎসকদের বিশেষ পরামর্শ নোবেলজয়ী অর্থনীতিবিদের

100 জন প্রখ্যাত চিকিৎসকের জীবন নিয়ে রচিত 'একশো তারার আলো' শীর্ষক বইয়ের প্রচ্ছদ উন্মোচনে এসে চিকিৎসকদের বিশেষ পরামর্শ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়(Abhijit Vinayak Banerjee)৷

Abhijit Vinayak Banerjee
বই প্রকাশ অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

By

Published : Jul 19, 2022, 10:10 PM IST

কলকাতা, 19 জুলাই:পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থার তিনটি বড় সমস্যার কথা তুলে ধরে চিকিৎসকদের বিশেষ পরামর্শ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়(Nobel laureate economist Abhijit Vinayak Banerjee gave special advice to doctors by publishing book)। মঙ্গলবার কলকাতার হো-চি-মিন সরণীর এক প্রেক্ষাগৃহে বইপ্রকাশ অনুষ্ঠানে আসেন তিনি । 'একশো তারার আলো' শীর্ষক বইটি মূলত বাংলার 100 জন প্রখ্যাত চিকিৎসকের জীবন নিয়ে রচিত । সেই বইয়ের আনুষ্ঠানিক প্রচ্ছদ উন্মোচন করে এদিন তিনি চিকিৎসকদের বিশেষ পরামর্শ দেন ।

নোবেলজয়ীর মতে, দেশের চিকিৎসা ব্যবস্থায় বেশ কয়েকটি ত্রুটি রয়েছে । তার মধ্যে তিনি তিনটি ত্রুটির কথা বিশেষভাবে উল্লেখ করেন । প্রথমত, এখানকার রোগীরা নিজের রোগ সম্পর্কে ঠিকমতো চিকিৎসককে বলতে পারেন না । অথচ নিজের রোগ সম্পর্কে চিকিৎসককে বলা যে তাঁদের অধিকারের মধ্যে পড়ে তা তাঁরা জানেনই না । তাই, রোগীকে তাঁর অধিকারের কথা অবশ্যই জানাতে হবে ।

আরও পড়ুন :ইতিহাসে এসএসকেএম, দক্ষিণ এশিয়ায় প্রথম ম্যাট্রিক্স পদ্ধতিতে স্তন পুনর্গঠন কলকাতায়

দ্বিতীয়ত, মহিলা রোগীরা নিজের সমস্যার কথা মন খুলে চিকিৎসার কাছে উপস্থাপন করতে পারেন না । বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা প্রবলভাবে দেখা দেয় । যে কারণে চিকিৎসায় অনেক ত্রুটি থেকে যায় ।

বই প্রকাশ করে চিকিৎসকদের বিশেষ পরামর্শ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

আর তৃতীয়ত, দারিদ্রতা । এই দারিদ্রতার কারণেই চিকিৎসকরা যখন রোগীকে বিভিন্ন রকম শারীরিক পরীক্ষার কথা বলেন, তখনই রোগীরা ভাগতে শুরু করেন । কারণ একাধিক পরীক্ষার ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয় । যেটা বহু রোগীর পক্ষে সামাল দেওয়া সম্ভব হয় না ।

আরও পড়ুন :মানুষের স্বার্থে অভিনব রথ, প্রসাদের পরিবর্তে মিলছে চিকিৎসা পরিষেবা
তাই, চিকিৎসকদের উদ্দেশ্যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, "ডাক্তারদের গোয়েন্দা হতে হবে । গোয়েন্দার মতো রোগের খুঁটিনাটি সমস্যা চিহ্নিত করতে হবে । জানতে হবে, বুঝতে হবে সামাজিক স্থিতির কথা । ধৈর্য ধরে রোগীর কথা শুনতে হবে । রোগী কী বলছেন তা মনোযোগ দিয়ে শুনতে হবে । দরদ দিয়ে বুঝতে হবে তাঁর সমস্যা । সর্বোপরি ডাক্তারকে বিনয়ী হতে হবে ৷ বিনয়ের সঙ্গে ম্যানেজমেন্টকে বুঝে নিতে হবে চিকিৎসকদের । রোগীর সমস্যা কীভাবে তিনি নিজেই সমাধান করতে পারেন সে ম্যানেজমেন্টটাও করে দিতে হবে ।

আরও পড়ুন :রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উপর ভরসা রাখুন, ডক্টর'স ডে-তে বার্তা স্বাস্থ্য অধিকর্তার

ABOUT THE AUTHOR

...view details