কলকাতা, 22 ফেব্রুয়ারি : মেট্রোর 35 বছরের ইতিহাসে আর এক নতুন অধ্যায় যুক্ত হল আজ । আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন নর্থ সাউথ মেট্রোর নোয়াপাড়া-বরাহনগর-দক্ষিণেশ্বর মেট্রোর প্রকল্পের । এবার শহরের প্রান্তিক মেট্রো স্টেশন কবি সুভাষ থেকে অন্য দিকে অর্থাৎ দক্ষিণেশ্বর পৌঁছনো যাবে মাত্র এক ঘণ্টায় ।
2009 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পটির ঘোষণা করেছিলেন । এরপর দীর্ঘ 10 বছর কাজ চলেছে এই অংশে । আজ উদ্বোধন হলেও আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বাণিজ্যিকভাবে দৌড় শুরু করবে নর্থ-সাউথ প্রকল্পের নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো ।
আজ বেশ কয়েকটি প্রকল্পের পাশাপাশি বিকেল 4.45 নাগাদ সবুজ পতাকা উড়িয়ে ভার্চুয়ালি এই মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী । উদ্বোধনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল, রাজ্যপাল জগদীপ ধনকড় ও কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় । ডানলপ ময়দানে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠানটি ।
অপেক্ষার অবসান, অবশেষে চালু হচ্ছে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা আরও পড়ুন : দক্ষিণেশ্বর থেকেই মিলবে মেট্রো, এই বিষয়গুলি জানেন ?
এবার এক মেট্রোতে চেপেই কবি সুভাষ থেকে পৌঁছে যাওয়া যাবে দক্ষিণেশ্বর । নর্থ-সাউথ করিডরের নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত 4.1 কিলোমিটার সম্প্রসারণ করা হয়েছে । এই প্রকল্পের জন্য খরচ পড়েছে প্রায় অনুমোদিত 464 কোটি টাকা । উত্তর 24 পরগনা হাওড়া হুগলি থেকে শহরে আগত প্রায় 50 হাজার নিত্যযাত্রী এই পরিষেবার ফলে উপকৃত হবেন ।