কলকাতা, 7 নভেম্বর: রাজ্যে সরকার চালিত স্কুলগুলিতে বেআইনিভাবে চাকরি পাওয়া অযোগ্য প্রার্থীদের স্বেচ্ছায় পদত্যাগ (No Voluntary Resignations) করতে বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)৷ সেই সময়সীমা সোমবারই শেষ হচ্ছে ৷ এখনও পর্যন্ত একটিও পদত্যাগপত্র এসে (No Voluntary Resignations) পৌঁছয়নি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসে (West Bengal School Service Commission)।
রাজ্য শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, 4 নভেম্বর শুক্রবার কমিশনের কার্যালয় বন্ধ হওয়ার সময় পর্যন্ত কমিশনের দফতরে ডাক বা ই-মেলের মাধ্যমে কোনও পদত্যাগপত্র আসেনি । শনি ও রবিবার ছুটির দিন ছিল ৷ সোমবার সময়সীমা শেষ । জানা গিয়েছে যে, সময়সীমা শেষ হওয়ার পরে কমিশনের আইনজীবী পরবর্তী শুনানিতে এই বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চকে আপডেট করবেন ।
সেপ্টেম্বর মাসে এই বিষয়ে শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেআইনিভাবে নিয়োগপ্রাপ্তদের প্রতি একটি আবেদন জানান ৷ তিনি বলেন, স্কুলগুলিতে বেআইনিভাবে চাকরি পাওয়া (Ineligible teachers) ব্যক্তিরা যেন 7 নভেম্বরের মধ্যে এসএসসি অফিসে স্বেচ্ছায় পদত্যাগপত্র পাঠান এবং সেই পদগুলি শূন্য বলে বিবেচিত হবে ৷ সেই অনুযায়ী কমিশনকে এই শূন্য পদগুলি সম্পর্কে লোকজনকে জানাতে হবে তার সার্ভারে আপলোড করা একটি বিজ্ঞপ্তি আকারে ।